ওয়ানডে অভিষেক ম্যাচে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন যে ৫ ব্যাটসম্যান

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর তৃতীয় ম্যাচে একসাথে ৫ ভারতীয় তরুণ খেলোয়াড়ের অভিষেক হয়। তবে প্রতিটি নবাগত ক্রিকেটার তার অভিষেক ম্যাচটি স্মরণীয় রাখতে বিশেষ কিছু করার চেষ্টা করেন।

তবে আজকের প্রতিবেদনে রয়েছে, ওয়ানডে অভিষেক ম্যাচে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন যে ৫ ব্যাটসম্যান; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) মণীশ পাণ্ডে: ৭১ রান

Fit-again Manish Pandey raring to go

২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক করেছিলেন মণীশ পাণ্ডে। কেদার যাদবের সেঞ্চুরির পাশাপাশি তিনি ৮৬ বলে ৭১ রানের ইনিংস খেলে ভারতীয় দলকে ২৭৬ রানে পৌঁছাতে সহায়তা করেন। এরপর জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৯৩ রানে গুটিয়ে যায় ও ম্যাচটি ভারতীয় দল ৮৩ রানে জয়লাভ করে। 

৪) নবজ্যোত সিং সিধু: ৭৩ রান

On Navjot Singh Sidhu's 57th Birthday, Let's Celebrate The Top Five Knocks  Of His Cricket Career

১৯৮৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক করেছিলেন নবজ্যোত সিং সিধু। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৭০ রান তোলে। কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও সিধু দুজনেই হাফ সেঞ্চুরি করে ভারতকে লক্ষ্যের কাছাকাছি আসতে সাহায্য করেছিল। সিধু ৭৯ বলে ৭১ রান করেন। তবে তাদের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। মাত্র ১ রানের জন্য হেরেছিল ভারতীয় দল।

৩) ব্রিজেশ প্যাটেল: ৮২ রান

IPL schedule to be released on Sunday, says Chairman Brijesh Patel- The New  Indian Express

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল ব্রিজেশ প্যাটেলের। ভারত প্রথমে ব্যাট করে ২৬৫ রান তোলে। ব্রিজেশ প্যাটেল ও অজিত ওয়াদেকর উভয়েই হাফ সেঞ্চুরি করেন। প্যাটেল ৭৮ বলে ৮২ রান করে ভারতকে সম্মানজনক স্কোর করতে সহায়তা করেছিলেন। তবে ইংলিশ ব্যাটসম্যান জন এডরিচের ৯০ রানের ইনিংসের সুবাদে ভারতীয় দল পরাজিত হয়।  

২) রবিন উথাপ্পা: ৮৬ রান

robin uthappa: I believe I have a World Cup left in me: Robin Uthappa |  Cricket News - Times of India

২০০৬ সালে রবিন উথাপ্পা ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই ম্যাচে অভিষেক করেছিলেন। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২৮৮ রানের বিশাল স্কোর খাড়া করে। রাহুল দ্রাবিড়ের সাথে রবিন উথাপ্পা প্রথম উইকেটে শতরানের পার্টনারশিপ করায় জয়ের রাস্তা সহজ হয়ে যায়। উথাপ্পা ৯৬ বলে ৮৬ রান করেন এবং ৭ উইকেটে ভারতীয় দল জয় লাভ করে।

১) কে এল রাহুল: ১০০* রান

Lokesh Rahul becomes the Indian batsman to score a century on ODI debut |  Cricket News – India TV

২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করেছিলেন কে এল রাহুল। তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি তার ওয়ানডে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছেন। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৮ রানে গুটিয়ে যায়। এরপর রাহুল দুর্দান্ত সেঞ্চুরি করে ১১৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন ও ভারতীয় দল ৯ উইকেটে জয় লাভ করে।