২০২০ সালে অবসর গ্রহণ করেছেন এমন ৬ বিখ্যাত ভারতীয় ক্রিকেটার

খেলোয়াড়দের দক্ষতা টিকে থাকে কেবলমাত্র তাদের ফিটনেসের ওপর নির্ভর করে। তাই কোন খেলোয়াড়ের সারাজীবন খেলা চালিয়ে যাওয়াও সম্ভব নয়, একটা সময়ে তাদের থামতে হয়। ভারতীয় দলে বেশ কয়েকজন তারকা ছিলেন যাদের বিদায়ের বেলায় ক্রিকেট অনুরাগীদেরকে অত্যন্ত ব্যথিত করেছিল।

👉🏻 এবার দেখে নেওয়া যাক — ২০২০ সালে অবসর গ্রহণ করেছেন এমন ৬ বিখ্যাত ভারতীয় ক্রিকেটার:

ইরফান পাঠান:

Irfan Pathan birthday special: Recalling his first over hat-trick against Pakistan | India.com

ইরফান পাঠান বিশ্বের একমাত্র বোলার, যিনি একটি টেস্টের প্রথম ওভারেই হ্যাটট্রিক নিয়েছেন। এছাড়াও ২০০৭ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মাত্র ১৬ রান খরচ করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে জয়ের পিছনে অসামান্য অবদান রেখেছিলেন। গত বছরের শুরুতেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন।

প্রজ্ঞান ওঝা:

Pragyan Ojha Announces Retirement From International Cricket | Cricket News

আইপিএলের প্রথম মরসুমে পার্পেল ক্যাপ জয়ী প্রজ্ঞান ওঝা ২০২০ সালে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ২০১৩ সালে শেষবার তিনি জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন কিন্তু এরপরে আর কখনো সুযোগ পাননি। তবে কয়েকটি আইপিএল মরসুমে চুক্তিবদ্ধ হয়েছিলেন।  

পার্থিব প্যাটেল:

Parthiv Patel goes to RCB for Rs 1.7 crores | The SportsRush

২০০২ সালে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। তবে বারবার সুযোগ পাবার পরেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন। সম্ভবত ধোনির আগমনে তার ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল। গত বছরে ডিসেম্বরের শুরুতে তিনি অবসর ঘোষণা করেন। 

ওয়াসিম জাফর:

Wasim Jaffer appointed Uttarakhand head coach | Sports News,The Indian Express

প্রথম শ্রেণীর ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর, তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রতিভাকে তেমনভাবে মেলে ধরতে পারেননি। সম্ভবত এই কারণেই তার কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের ব্যাটিং কোচ। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাস্যকর পোস্ট করার জন্য বেশ জনপ্রিয়। গত বছরের মার্চ মাসে তিনি অবসর ঘোষণা করেন।

মহেন্দ্র সিং ধোনি:

Leadership mantras from MS Dhoni - Reputation Today

১৫ই আগস্ট ২০২০, স্বাধীনতা দিবসের ঠিক সন্ধ্যায় মহেন্দ্র সিং ধোনি তার ইনস্টাগ্রামের পোষ্টের মাধ্যমে অবসর ঘোষণা করেছিলেন। এটি সহজেই ক্রিকেটপ্রেমীরা মেনে নিতে পারেননি। তিনি লিখেছিলেন, ‘৭:২৯ মিনিটের পর আমাকে একজন অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নেবেন।’

সুরেশ রায়না:

Suresh Raina also announces his retirement just after MS Dhoni ,through Social Media - OIB News

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিন শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিডিল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। এছাড়াও আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০০ রান সংগ্রহ করেন। গত বছরের ১৫ই আগস্ট! ধোনির অবসর নেওয়ার কিছুক্ষণ পরেই তিনিও ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন।