বাড়ির এই পুরনো ৬টি জিনিস বিদায় না করলে হতে পারেন হতভাগ্য কাঙাল

বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, ঘরে এমন অনেক জিনিস রয়েছে যেগুলির শুভ ও অশুভ প্রভাব পড়ে সংসারের ওপর। তাই ঘরে এমন কিছু জিনিস রাখা উচিত যেগুলি পজিটিভ এনার্জি তৈরি করে। অন্যদিকে নেগেটিভ এনার্জি সৃষ্টি করা জিনিসগুলিকে বিদায় করতে হয়, নাহলে দুর্ভাগ্য বয়ে আনে সাংসারিক জীবনে ও আর্থিক দিক দিয়েও প্রবল সংকটে ভুগতে হয়।

Top 10 Questions Answered About Erectile Dysfunction - USA

১) পুরোনো খবরের কাগজ: বেশিরভাগ বাড়ীতে পুরোনো খবরের কাগজ জমিয়ে রাখার অভ্যাস রয়েছে কিন্তু বাস্তু মতে বলা হয়েছে এগুলি জমে থাকার কারণে ধুলো ও পোকামাকড় এর বাসা থেকে ঘরে প্রচুর নেগেটিভ এনার্জি তৈরি হয় যা সংসারে অশান্তি বয়ে আনে এবং সকল উন্নতির পথে বাধা সৃষ্টি করে। এমনকি পরিবারের সদস্যদেরও আর্থিক সংকটের মুখে ফেলে। তাই অল্পদিনের মধ্যেই পুরোনো খবরের কাগজের স্তুপ সরিয়ে ফেলুন।

২) পুরাতন তালা: তালা ব্যবহার করা শুভ। কিন্তু খারাপ কিংবা পুরনো তালা সংসারে দুর্ভাগ্য ডেকে আনে। যে তারা খারাপ হয়ে গেছে কিংবা ব্যবহার করেন না অবিলম্বে বাড়ি থেকে দূর করুন। বাস্তুমতে, অচল হয়ে থাকা তালা উন্নতির পথে বাধা সৃষ্টি করে।

৩) পুরনো ছেঁড়া জামা কাপড়: বাস্তু মতে, পোশাকের সঙ্গেও আমাদের ভাগ্যের সম্পর্ক রয়েছে। ঘরের পুরনো ছেঁড়া পোশাক কিংবা ব্যবহার না করা পোশাক সব সময় দুর্ভাগ্য বয়ে আনে। তাই অবিলম্বে এগুলি সরিয়ে ফেলা উচিত, অন্যথায় আপনার ভাগ্য কখনও সাথ দেবে না।

৪) বন্ধ হয়ে পড়ে থাকা ঘড়ি: বলা হয় ঘড়ির কাঁটা ভাগ্যকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বন্ধ হওয়া ঘড়ি জীবনে নানা বাধা ও সমস্যার সৃষ্টি করে। এমনকি খারাপ সময়ও সহজে শেষ হয় না। বাস্তুমতে বলা হয়েছে, বন্ধ হয়ে থাকা ঘড়ি ভালো সময় আসতে দেয় না এবং সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি হয়।

৫) পুরাতন বা ছেঁড়া চটি-জুতো: বাস্তুশাস্ত্র অনুযায়ী, জীবনের সংঘর্ষের সঙ্গে জুতোর সম্পর্ক রয়েছে। তাই জীবনে যদি স্ট্রাগল কম করতে চান সে ক্ষেত্রে পুরনো ছেঁড়া বা অব্যবহার্য জুতো সরিয়ে ফেলুন। এর ফলে শনির প্রভাবও কম হয়।

৬) পুরনো দেবদেবীর মূর্তি: বলা হয়ে থাকে দেবদেবীর ছবি বা মূর্তি একটা সময় পর্যন্ত শুভ তরঙ্গ প্রবাহিত করে। তবে সেই নির্দিষ্ট সময়ের পর কিন্তু নেগেটিভ এনার্জি নির্গত হয়। তাই এই সকল জিনিস মাঝেমধ্যে বদলে ফেলুন কিংবা জলে ভাসিয়ে দিন।