GK প্রশ্ন : জানেন এক্সপ্রেস ট্রেনের নাম ‘শতাব্দী এক্সপ্রেস’ রাখা হয়েছে কেন?

যে কারণে একটি ট্রেনের নাম শতাব্দী এক্সপ্রেস রাখা হয়েছে?

General Knowledge Quiz : ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। রেলে ভ্রমণ করা যেমন আরামদায়ক তেমন খরচের দিক দিয়েও অনেক কম। তবে আপনি কি জানেন একটি ট্রেনের নাম শতাব্দী এক্সপ্রেস রাখা হয়েছে কেন? এই প্রশ্নের উত্তর না জানা থাকলে, এমনই কিছু আকর্ষণীয় তথ্য জেনে নিন।।

১) প্রশ্নঃ Phonepe কোম্পানীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ভারতের ব্যাঙ্গালোর শহরে।

২) প্রশ্নঃ ভারতের মসলার বাগান কোন রাজ্যকে বলা হয়?
উত্তরঃ কেরলকে ভারতের মসলার বাগান বলা হয়।

৩) প্রশ্নঃ কোন দেশে সবথেকে বেশি নারিকেল উৎপাদিত হয়?
উত্তরঃ ইন্দোনেশিয়ায় সবথেকে বেশি নারিকেল উৎপাদিত হয়।

৪) প্রশ্নঃ বাংলার কোন মাসে ভারত স্বাধীন হয়েছিল?
উত্তরঃ বাংলার শ্রাবণ মাসে ভারত স্বাধীন হয়েছিল।

৫) প্রশ্নঃ মানুষ প্রথম কোন শস্যের চাষ শুরু করেছিল?
উত্তরঃ মানুষ প্রথমে গমের চাষ শুরু করেছিল।

৬) প্রশ্নঃ কবাডি খেলা কোন দেশের জাতীয় খেলা?
উত্তরঃ কবাডি বাংলাদেশের জাতীয় খেলা।

Image

৭) প্রশ্নঃ ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়েছিল?
উত্তরঃ পানিপথের যুদ্ধে কামানের ব্যবহার হয়েছিল।

৮) প্রশ্নঃ চীনের দুঃখ কোন নদীকে বলা হয়?
উত্তরঃ হোয়াং হো নদীকে চীনের দুঃখ বলা হয়।

৯) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি পান চাষ করা হয়?
উত্তরঃ পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি পান চাষ করা হয়।

Image

১০) প্রশ্নঃ জানেন একটি এক্সপ্রেস ট্রেনের নাম ‘শতাব্দী এক্সপ্রেস’ (Shatabdi Express) রাখা হয়েছে কেন?
উত্তরঃ শতাব্দী এক্সপ্রেস ট্রেনের নামকরণের পিছনের কারণটি হল প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ১০০তম জন্মদিন উপলক্ষে এই এক্সপ্রেস ট্রেনটির সূচনা হয়েছিল বলেই শতাব্দি এক্সপ্রেস রাখা হয়েছে।