GK প্রশ্ন : পুলিশের লোগোতে লাল এবং নীল রঙের অর্থ কী জানেন?

যে কারণে পুলিশের লোগোতে লাল ও নীল রঙ দেখা যায়

General Knowledge Quiz : সমাজকে পরিচালনা করার জন্য পুলিশের যথেষ্ট ভূমিকা রয়েছে। তবে পুলিশ সম্পর্কিত এমন অনেক তথ্য রয়েছে যেগুলি খুব কম মানুষই জানেন। এর মধ্যে একটি হলো পুলিশের লোগো নীল ও লাল রঙ থাকে কেন? এই প্রশ্নের উত্তর জানা আছে কি? যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ আয়তনের দিক থেকে ভারতের সবথেকে বড় শহর কোনটি?
উত্তরঃ আয়তনের দিক বড় শহর হল দিল্লি।

২) প্রশ্নঃ সাইকেল আবিষ্কার হওয়ার কত বছর আগে ট্রেনের আবিষ্কার হয়েছিল?
উত্তরঃ সাইকেল আবিষ্কার হওয়ার ১৩ বছর আগে ট্রেনের আবিষ্কার হয়েছিল।

৩) প্রশ্নঃ কোন দেশে সর্বাধিক সংখ্যক মুসলিম বসবাস করে?
উত্তরঃ ইন্দোনেশিয়ায় সর্বাধিক সংখ্যক মুসলিম রয়েছে।

৪) প্রশ্নঃ চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে?
উত্তরঃ চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে।

৫) প্রশ্নঃ ভারতে প্রথম মেট্রোরেল কোথায় চালু হয়েছিল?
উত্তরঃ ১৯৮৪ সালে কলকাতায়।

৬) প্রশ্নঃ ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল হলো পদ্ম?
উত্তরঃ ভিয়েতনামের জাতীয় ফুল পদ্ম।

৭) প্রশ্নঃ কত সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল?
উত্তরঃ ২০০৬ সালে প্লুটোকে বামন গ্রহ হিসেবে ঘোষণা করা হয়।

৮) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের প্রথম সূর্য অস্ত যায়?
উত্তরঃ নিউজিল্যান্ডে প্রথম সূর্য অস্ত যায়।

৯) প্রশ্নঃ দাঁত মাজার ব্রাশ প্রথম কারা তৈরি করেছিল?
উত্তরঃ মিশরীয়রা প্রথম দাঁত মাজার ব্রাশ তৈরি করেছিল।

Image

১০) প্রশ্নঃ পুলিশের লোগোতে লাল এবং নীল রঙের অর্থ কী জানেন?
উত্তরঃ পুলিশের লোগোতে লাল রঙ বলতে জরুরি অবস্থা নির্দেশ করা হয় আর নীল রঙ আইন ও আইনি প্রক্রিয়ার। এই রঙগুলো মূলত পুলিশের গাড়িতে ব্যবহার করা হয়, যাতে তাদের দূর থেকে দেখে সনাক্ত করা যায় এবং অন্যান্য যানবাহনও তাদের রাস্তা দেয়।