GK প্রশ্ন : ভারতের কোন মন্দিরটি ভূতেরা একদিনে তৈরি করেছে?

ভূতেরা কোন মন্দিরটি একদিনে তৈরি করেছিল?

General Knowledge Quiz : ভারতে অসংখ্য ছোটবড় মন্দির রয়েছে। এরমধ্যে বেশ কিছু মন্দির রয়েছে যেগুলো সারা বিশ্বের কাছে বিখ্যাত আবার কিছু অলৌকিক মন্দির রয়েছে যেগুলো তাদের অদ্ভুত কারণের জন্য লোকমুখে পরিচিত। তবে এমনই একটি মন্দির ভূতেরা তৈরি করেছিল, জানেন কোনটি? এই প্রতিবেদনে এমনিই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ পৃথিবী ছাড়া আর কোন গ্রহে জলে সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ পৃথিবী ছাড়াও মঙ্গল গ্রহে জলের সন্ধান পাওয়া গেছে।

২) প্রশ্নঃ কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যায়?
উত্তরঃ কাঁচা গাজর খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যায়।

৩) প্রশ্নঃ আলুর ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয়েছিল?
উত্তরঃ পেরু দেশে প্রথম আলু ব্যবহার শুরু হয়েছিল।

৪) প্রশ্নঃ পৃথিবী থেকে চাঁদে যেতে কতদিন সময় লাগে?
উত্তরঃ প্রায় ৩ দিন সময় লাগে পৃথিবী থেকে চাঁদে যেতে।

৫) প্রশ্নঃ পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তর।

Image

৬) প্রশ্নঃ ভারতের হলিউড কোন শহরকে বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে ভারতের হলিউড বলা হয়।

৭) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তরঃ ভারতের জাতীয় পতাকার আয়তন যেমনই হোক না কেন, তার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ৩:২।

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মহিলারা সব থেকে বেশি নিরামিষ খাবার খান?
উত্তরঃ রাজস্থানের মহিলারা সবথেকে বেশি নিরামিষ খাবার খান।

৯) প্রশ্নঃ মঙ্গল গ্রহে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি?
উত্তরঃ মঙ্গল গ্রহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি।

Kakanmath Temple, Morena - Tripadvisor

১০) প্রশ্নঃ ভারতের কোন মন্দিরটি ভূতেরা একদিনে তৈরি করেছে?
উত্তরঃ মধ্যপ্রদেশ রাজ্যের কাকনমঠ মন্দিরটি ভূতেরা একদিনে তৈরি করেছে।