GK প্রশ্ন : ডিমের হলুদ অংশকে কুসুম, কিন্তু সাদা অংশকে কী বলে জানেন?

জানেন ডিমের সাদা অংশকে কী বলা হয়?

General Knowledge Quiz : ডিম একটি সহজলভ্য পুষ্টিকর খাবারের মধ্যে একটি। ডিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে ডিমের হলুদের অংশটি কুসুম বলে জানি, কিন্তু সাদা অংশটি কে কী বলে জানেন? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ আগ্রার তাজমহল তৈরি করতে মোট কতজন শ্রমিক কাজ করেছিল?
উত্তরঃ আগ্রার তাজমহল তৈরি করতে কুড়ি হাজার শ্রমিক কাজ করেছিল এবং ২২ বছরে তা সম্পন্ন হয়েছিল।

২) প্রশ্নঃ গঙ্গাজল ডেলিভারি প্রকল্প ভারতের কোন শহর থেকে প্রথম চালু হয়?
উত্তরঃ ঋষিকেশ ও গঙ্গোত্রী গঙ্গাজল ডেলিভারি প্রকল্প ২০১৬ সালে পাটনা শহর থেকে চালু হয়েছিল।

৩) প্রশ্নঃ কোন প্রাণী ১৫টি দেশে জাতীয় পশু?
উত্তরঃ বাঘ হলো ১৫ টি দেশের জাতীয় পশু।

৪) প্রশ্নঃ কুরকুরে বা চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে?
উত্তরঃ চিপসের প্যাকেটের নাইট্রোজেন গ্যাস ভরা থাকে যাতে সেগুলি ভেঙে না যায় এবং মচমচে থাকে।

৫) প্রশ্নঃ কোন সবজি পৃথিবীর বেশিরভাগ মানুষের খেতে পছন্দ করে না?
উত্তরঃ আসলে করলা তেতো হওয়ার কারণে বেশিরভাগ মানুষ খেতে পছন্দ করে না কিন্তু এটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার।

৬) প্রশ্নঃ ভারতীয় রেল ইঞ্জিন তৈরি করতে মোট কত টাকা খরচ হয়?
উত্তরঃ ভারতীয় রেল ইঞ্জিন তৈরি করতে প্রায় ১৮ থেকে ২০ কোটি টাকা খরচ পড়ে।

Image

৭) প্রশ্নঃ কোন দেশের মানুষ শুধুমাত্র বৃষ্টির জল পান করে?
উত্তরঃ নাউরু দেশের মানুষ শুধুমাত্র বৃষ্টির জল পান করে কারন এই দেশে পানীয় জলের অভাব রয়েছে।

৮) প্রশ্নঃ কোন দেশের মানুষ ভারতে ঘুরতে আসতে পারেনা?
উত্তরঃ উত্তর কোরিয়া নাগরিকরা ভারতে ঘুরতে আসতে পারেনা।

৯) প্রশ্নঃ ভারতের কোন শহরের নাম উল্টে লিখলেও একই থাকে?
উত্তরঃ কটক শহরের নাম উল্টে লিখলেও একই থাকে।

Image

১০) প্রশ্নঃ ডিমের হলুদ অংশকে কুসুম, কিন্তু সাদা অংশকে কী বলে জানেন?
উত্তরঃ ডিমের সাদা অংশকে শ্বেতাংশ বা অ্যালবুমিন (Albumin) বলা হয়।