শুধু ১৮ দিন যুদ্ধই নয়, মহাভারতের সঙ্গে ১৮ সংখ্যার কী সম্পর্ক রয়েছে জানেন?

মহাভারতের সঙ্গে ১৮ সংখ্যার কী সম্পর্ক রয়েছে?

Mahabharata : মহাভারত রচিত হয়েছিল কয়েক হাজার বছর আগে। কিন্তু এই মহাকাব্যের বর্ণিত ঘটনাগুলি আমাদের আজও মনে জাগ্রত করে তোলে। এই মহাকাব্যটি পড়তে পড়তে রয়েছে নানান রহস্য ও চমক। এই প্রতিবেদনে মহাভারত সম্পর্কিত এমনই কিছু রহস্যের কথা তুলে ধরা হয়েছে।

সংখ্যাজ্যোতিষ অনুসারে বিভিন্ন সংখ্যার আলাদা গুরুত্ব রয়েছে। কিছু সংখ্যা আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলে। তবে মহাভারতের যে সংখ্যাটি বারবার উঠে আসে তা হলো ১৮। মহাভারত মানেই হলো কুরুক্ষেত্রের (Kurukshetra)  যুদ্ধ আর এই যুদ্ধ চলেছিল টানা ১৮ দিন ধরে।

Image

মহাভারতের ১৮ দিন যুদ্ধ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু এই ১৮ সংখ্যাটি শুধু যুদ্ধের দিন হিসেবেই নয়, এটি বারবার ফিরে এসেছে এই মহাকাব্যিক গ্রন্থের নানান রহস্য নিয়ে। এবার জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে ১৮ সংখ্যাটি মহাভারতের সঙ্গে সম্পর্কিত।

১) মহাভারতের রক্তক্ষয়ী কুরুক্ষেত্র যুদ্ধ চলেছিল টানা ১৮ দিন ধরে। এই যুদ্ধে কয়েক লক্ষ যোদ্ধার মৃত্যু হয়েছিল। এই যুদ্ধ ছিল ধর্মের সঙ্গে অধর্মের লড়াই যেখানে বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিল।

২) কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব ও পান্ডবদের পক্ষ নিয়েছিল মোট ১৮ টি অক্ষৌহিনী সেনা। এরমধ্যে ১১ অক্ষৌহিনী সেনা ছিল পৌরবদের পক্ষে আর ৭ অক্ষৌহিনী সেনা ছিল পান্ডবদের পক্ষে।

Image

৩) ব্যাসদেব রচিত মহাভারতের মোট ১৮টি পর্বের উল্লেখ পাওয়া যায়। এগুলি হলো আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহন পর্ব।

৪) ১৮টি পর্বের মহাভারত ছাড়াও ১৮টি পুরাণও রচনা করেছিলেন ঋষি বেদব্যাস।

৫) কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান পাঠ করিয়েছিলেন। গীতাতেও ১৮টি অধ্যায় রয়েছে। শুধু তাই নয় গীতার আরো ১৮ টি নাম রয়েছে।

Image

৬) পুরো মহাভারত মহাকাব্যটিতে প্রধান ১৮টি চরিত্র রয়েছে। যাদের মধ্যে হলেন — শ্রীকৃষ্ণ, ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, শকুনি, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, অশ্বত্থামা, কৃতবর্মা, যুধিষ্ঠির, ভীম, নকুল, অর্জুন, সহদেব, দ্রৌপদী এবং বিদুর।

শুধু এখানেই শেষ নয়, কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধের পর মাত্র ১৮ জন যোদ্ধা শেষ পর্যন্ত বেঁচে ছিলেন। তাদের মধ্যে ১৫ জন পাণ্ডবপক্ষের আর তিন জন মাত্র কৌরবপক্ষের যোদ্ধা শেষ পর্যন্ত বেঁচে ছিলেন।