GK ক্যুইজ : ভারতে তো বাস করেন, জানেন ‘ভারত’ শব্দের অর্থ কী?

জানেন ‘ভারত’ শব্দের অর্থ কী?

General Knowledge Quiz : আপনি নিশ্চয় জানেন যে আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি। মেধাবী ছাত্র-ছাত্রীরা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। তাই পরীক্ষা হোক বা ইন্টারভিউতে বাজিমাত করতে হলে এই ধরনের তথ্যগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে তেমনই কিছু অজানা প্রশ্নের উত্তর।

১) প্রশ্নঃ কোন দেশ প্রথম ছাতা আবিষ্কার করেছিল?
উত্তরঃ ছাতার আবিষ্কারক দেশ হচ্ছে চীন।

২) প্রশ্নঃ পাথরের চেয়ে মানুষের হার কত গুণ শক্তিশালী?
উত্তরঃ পাথরের চেয়েও মানুষের হাড় ৪ গুণ শক্তিশালী।

৩) প্রশ্নঃ কোন দেশে জলের নিচে রেলস্টেশন রয়েছে?
উত্তরঃ জাপান (Japan) দেশে জলের নিচে রেল স্টেশন রয়েছে।

৪) প্রশ্নঃ ভারতে কালো রঙের চাল (Black Rice) কোথায় পাওয়া যায়?
উত্তরঃ দেশের একমাত্র মনিপুর রাজ্যে কালো রঙের চাল পাওয়া যায়।

৫) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট (The Calcutta High Court) হল ভারতের প্রাচীনতম হাইকোর্ট, যা ১৮৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৬) প্রশ্নঃ কোন প্রাণী সাঁতার কাটলে তার মাথা ও পিঠ কোনটাই ভেজে না?
উত্তরঃ হাঁস একমাত্র প্রাণী যে সাঁতার কাটলেও তার মাথা ও পিঠ কোনটাই ভেজে না।

৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘ঘুমন্ত রাজ্য’ (Sleeping State) বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশ ভারতের ‘ঘুমন্ত রাজ্য’ নামে পরিচিত।

৮) প্রশ্নঃ কোন ভারতীয় নোটে গান্ধীজীর ছবি নেই?
উত্তরঃ শুধুমাত্র এক টাকার নোটে গান্ধীজীর (Gandhi JI) ছবি নেই।

৯) প্রশ্নঃ ভারতে তো বাস করেন, জানেন ‘ভারত’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘ভারত’ (BHARAT) একটি সংস্কৃত শব্দ। যেখানে ‘ভা’ শব্দের অর্থ আলো আর ‘রত’ শব্দের অর্থ এমন একজন যিনি তার সারাজীবন সেই আলোর জন্য উৎসর্গ করেছেন। মূলত এর অর্থ হল, চূড়ান্ত সত্যের সন্ধানকারী।

Image

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কয়টি আন্তর্জাতিক সীমানা রয়েছে?
উত্তরঃ পশ্চিমবঙ্গ তিনটি দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করেছে (বাংলাদেশ, নেপাল ও ভুটান)।