GK ক্যুইজ : ভারতের কোন রাজ্যে ‘পাকিস্তান’ নামের একটি গ্রাম রয়েছে?

পাকিস্তান নামের গ্রাম রয়েছে ভারতের কোন রাজ্যে?

General Knowledge Quiz : যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এগুলি যেমন মানুষের নলেজকে বাড়িয়ে তুলতে সাহায্য করে তেমনি স্মার্ট করে তোলে। এছাড়া এর মাধ্যমে দেশ-বিদেশ সম্পর্কিত নানান তথ্য জানা যায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ কোন দেশের মানুষ সবচেয়ে বেশিদিন বাঁচে?
উত্তরঃ বিশ্বে জাপানের মানুষ (Japanese) সবচেয়ে বেশি দিন বাঁচে, এদের গড় আয়ু ৮৩ বছর।

২) প্রশ্নঃ কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে?
উত্তরঃ বাদুড় একমাত্র প্রাণী যে তার মুখ দিয়ে মলত্যাগ করে।

৩) প্রশ্নঃ কোন রং দেখলে কুকুর খুব বেশি রেগে যায়?
উত্তরঃ কালো রং দেখলে কুকুরেরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য তৈরি করা হয়েছে?
উত্তরঃ বিহার রাজ্য ভেঙে ছত্রিশগড় (Chhattisgarh) রাজ্য তৈরি হয়েছে।

) প্রশ্নঃ বিশ্বের কোন সাগরে মানুষ ডুবে যায় না?
উত্তরঃ ইজরায়েলের ডেড সী (Dead Sea) বা মৃত সাগরে।

৬) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন নদীকে জীবনরেখা বলা হয়?
উত্তরঃ ভাগীরথী (Bhagirathi) নদীকে পশ্চিমবঙ্গে জীবনরেখা বলা হয়।

) প্রশ্নঃ কোন শহরকে ভারতের সবুজ নগরী (Green City) বলা হয়?
উত্তরঃ ব্যাঙ্গালোর শহরকে সবুজ নগরী বলা হয়।

৮) প্রশ্নঃ ভারতের কোন রাষ্ট্রপতি লোকসভার স্পিকার ছিলেন?
উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি (Neelam Sanjeev Reddy)।

৯) প্রশ্নঃ কোন দেশের ট্রেন বাঁশ দিয়ে তৈরি করা হয়?
উত্তরঃ কম্বোডিয়ার (Cambodia) যেসব অঞ্চলে ট্রেন চলে তা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়।

১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে ‘পাকিস্তান’ (Pakistan) নামের একটি গ্রাম রয়েছে?
উত্তরঃ বিহা রাজ্যের অন্তর্গত পূর্ণিয়া জেলায়, ‘পাকিস্তান’ নামের একটি গ্রাম রয়েছে।