GK : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের লোগোর নাম কী জানেন?

লোগোর কী নাম রাখা হয়েছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের?

General Knowledge Quiz : যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত ইন্টারভিউগুলিতে পাঠ্য বিষয় পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্যগুলি জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, যেগুলি খাতায় নোট করে রাখতে পারেন।

১) প্রশ্নঃ কোন মুঘল শাসক বাংলা নাম দিয়েছিলেন জান্নাতাবাদ?
উত্তরঃ হুমায়ুন (Humayun) বাংলা নাম দিয়েছিলেন জান্নাতাবাদ।

২) প্রশ্নঃ ভারতের কোন শহরকে নবাবের শহর বলা হয়?
উত্তরঃ লখনৌকে (Lucknow) ভারতের নবাবের শহর বলা হয়।

৩) প্রশ্নঃ ভারতের কোথায় পৃথিবীর ৯০% হীরে কাটা ও পালিশ করা হয়?
উত্তরঃ গুজরাটের সুরাট (Surat) শহরে।

৪) প্রশ্নঃ জানেন কোন দুটি ধাতুকে মিশিয়ে কাঁসা তৈরি করা হয়?
উত্তরঃ টিন ও তামা মিশিয়ে কাঁসা তৈরি করা হয়।।

৫) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বেশি কোথায় ওয়াইন (মদ) তৈরি করা হয়?
উত্তরঃ নাসিক (Nashik) শহরে ভারতের সবচেয়ে বেশি ওয়াইন তৈরি করা হয়।।

৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের পতাকায় বন্দুকের ছবি রয়েছে?
উত্তরঃ আফ্রিকার মোজাম্বিক (Mozambique) দেশের পতাকায় বন্দুকের ছবি রয়েছে।

Image

৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে চলন্ত সিঁড়ি নিষিদ্ধ করা হয়েছে?
উত্তরঃ জাপানে চলন্ত সিঁড়ি নিষিদ্ধ করা হয়েছে।

৮) প্রশ্নঃ প্রথম কোন বাঙালি ইংরেজি ভাষায় কবিতা লিখেছিলেন?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) প্রথম বাঙালি যিনি ইংরেজি ভাষায় কবিতা লিখেছিলেন।

৯) প্রশ্নঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন জানেন?
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (Dr. Sarvapalli Radhakrishnan) ছিলেন প্রথম ভারতীয়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন

Image

১০) প্রশ্নঃ ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের (2023 Cricket World Cup) লোগোর নাম কী জানেন?
উত্তরঃ নভরসা (Navarasa)।