বিশ্বের ৩ ক্রিকেটার যারা ওয়ানডে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন

ওয়ানডে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এমন ৩ জন ব্যাটসম্যান

Double Century in ODI World Cup: ওয়ানডে খেলায় ডাবল সেঞ্চুরি করা বেশ কঠিন বলেই মনে করা হয়, আর তা যদি বিশ্বকাপের মত মঞ্চে আসে তাহলে সেটি আরো বেশি স্পেশাল হয়ে ওঠে এবং মানুষেরা তা দীর্ঘদিন মনে রাখে। এখনো পর্যন্ত এমন তিন জন ব্যাটসম্যান রয়েছেন যারা আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে তিন বার ডাবল সেঞ্চুরি করলেও বিশ্বকাপে এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। এমনকি কোন ভারতীয় ব্যাটসম্যানও এই তালিকায় নেই। তাহলে এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কোন তিন ব্যাটসম্যান যারা ওয়ানডে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করেছেন।

৩) গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell): আফগানিস্তানের দেওয়া ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বসে। এমন পরিস্থিতিতে, গ্লেন ম্যাক্সওয়েল ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দুর্দান্ত জয় উপহার দেন। তার এই ইনিংসে সাজানো ছিল ২১টি চার ও ১০টি ছক্কা। একইভাবে ওয়ানডে ম্যাচের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন তিনি।

২) মার্টিন গাপটিল (Martin Guptill): ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল অপরাজিত ২৩৭ রানের (১৬৩ বল) একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তার এই ইনিংসে সাজানো ছিল ২৪টি চার ও ১১টি ছক্কা। এটি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এতে নিউজিল্যান্ডের স্কোরকার্ড ৩৯৩ রানে গিয়ে দাঁড়ায় এবং ১৪৩ রানের বড় ব্যবধানে জয়ী হয়।

১) ক্রিস গেইল (Chris Gayle): ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল প্রথমবার বিশ্বকাপের ইতিহাসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড করেছিলেন। গেইল ১৪৭ বলে ২১৫ রানের ইনিংস খেলেন। তার এই ইনিংসে সাজানো ছিল ১০টি চার ও ১৬টি ছক্কা। ফলে ওয়েস্ট ইন্ডিজের স্কোরকার্ড ৩৭২ রানে গিয়ে দাঁড়ায় এবং জিম্বাবুয়ে দল ২৮৯ রানে অলআউট হয়।