অবাক তথ্য: জানেন পেন্সিলের বাংলা অর্থ কী? এর উত্তর দিতে ৯৯% মানুষ ফেল!

Meaning of pencil: আমরা এমন কিছু শব্দ অনর্গলভাবে বলে থাকি, যেগুলো আসলে ইংরেজি শব্দ। যেমন ধরুন – চেয়ার, টেবিল, কাপ, পেন, পেনসিল সবই কিন্তু ইংরেজি শব্দ, কিন্তু এদের বাংলার কোনও প্রতিশব্দই ব্যবহার হয় না। আজকাল কে আর বলে বলুন ‘এক পেয়ালা চা দিন তো’ বা ‘আরাম কেদারায় বসো’! এমনকি ট্রেন-বাস-ট্যাক্সি সবই ইংরেজি শব্দ।

এমনই সব বাংলায় উচ্চারণ করা ইংরেজি শব্দের মধ্যে একটি হলো ‘পেনসিল’। ছোটবেলায় প্রথম অ-আ-ক-খ শুরু হয়েছিল পেনসিলের হাত ধরে। কিন্তু অধিকাংশ মানুষই জানেন না যে পেনসিলকে বাংলায় কী বলে? জানিয়ে রাখি, এই শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ‘পিনসেল’ থেকে।

Image

তবে আপনি কি জানেন পেনসিলের বাংলা কী? এর বাংলা হল ‘শিসযুক্ত লেখনি’। এবার কেউ জিজ্ঞেস করলে আপনিও ঝটপট উত্তর দিতে পারবেন। এও জেনে রাখা ভালো, পেনসিলের শিস সাধারণত গ্রাফাইটের গুঁড়ো দিয়ে তৈরি হয় আর সিডার গাছের কাঠ ব্যবহার করা হয়। এতে সুগন্ধ থাকে এমনকি এর আকারও বিকৃত হয় না।

১৫৬৪ সালে ইংল্যান্ডে যখন একটি বিশাল গ্রাফাইটের খনি আবিষ্কৃত হয়, তখন দেখা যায় যে এটি গাঢ় এবং স্থায়ী দাগ কাটতে পারে দেখে লেখালেখির জন্য গ্রাফাইট ব্যবহার করা শুরু হয়। যদিও তখন কোন কাঠের বা অন্য পদার্থের তৈরি কেসে গ্রাফাইট দন্ড রাখা হতো না, সরাসরি হাতে ধরে বা সুতো পেঁচিয়ে ব্যবহৃত হতো।

Image

১৫৬০ সালে সর্বপ্রথম সিমোনিও এবং লিন্ডিয়ানা নামক ইতালিয়ান দম্পতি সর্বপ্রথম কাঠের কেসে গ্রাফাইট রেখে আধুনিক পেন্সিল তৈরির নকশা বানিয়ে ছিলেন। এর পরবর্তীতে পেন্সিলের গঠন, ধরনে এসেছে নানান পরিবর্তন। বর্তমানে গ্রাফাইট অনুপাতের ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের পেনসিল তৈরি করা হয়।