বলুন তো Bike এর বাংলা অর্থ কী? ৭৫% মানুষের কাছে এর উত্তর নেই

জানেন ‘বাইক’ এর বাংলা অর্থ কী?

Bike: বাইকে চেপে ঘুরতে কে না ভালোবাসে! যদিও এই দুই চাকা বিশিষ্ট গাড়িটি ঝুঁকিপূর্ণ হলেও আমাদের দেশে খুবই জনপ্রিয়। তাই বিভিন্ন রকম সংস্থা বিভিন্ন ডিজাইনের বাইক বানিয়ে নিত্য নতুন উপস্থাপন করছে। তবে আপনি হয়তো জানেন ‘বাইক’একটি ইংরেজি শব্দ, যা ইউরোপ থেকে উৎপত্তি হয়েছে।

তবে সাইকেল আবিষ্কারের পরেই বাইক বানানোর ধারণা তৈরি হয়। একসময় এটি বাইসাইকেল নামেই পরিচিত ছিল। এই শব্দ থেকে ইংরেজিতে ‘বাইক’ শব্দটি লোকমুখে চালু হয়েছিল। সাইকেলের সঙ্গে মোটর যুক্ত করার ফলে ‘মোটরবাইক’ শব্দটি প্রথমে চালু ছিল। এরপর সেখান থেকে বাইক শব্দটি আরও বেশি জনপ্রিয়তা পায়।

কিন্তু বাইক শব্দটির উৎপত্তি কবে হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে কিছু মিডিয়া রিপোর্ট দাবি করে, ১৮৮০ সালে সম্ভবত বাইক শব্দটির উৎপত্তি হয়েছিল। তবে শব্দটির আবিষ্কার হওয়ার পর থেকেই আমরা বেশি বাইক নামেই পরিচিত হয়েছি। কিন্তু বাইক শব্দের বাংলা অর্থ সেভাবে ব্যবহার করা হয়নি।

আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ব্যবহার্য জিনিস রয়েছে যেগুলির ইংরেজি শব্দ, অথচ সেগুলোর বাংলার অর্থ কী অনেকেই জানেন না। এর মধ্যে তেমনি একটি হল বাইক। এমনকি বেশ কিছু লেখনীতেও বাইকের বাংলা শব্দের ব্যবহার দেখা যায়। অথচ বাংলায় অর্থটা ব্যবহার হয় না।

আসলে, বাইকের বাংলা অর্থ হলো মোটর-সাইকেল। এই শব্দটা হয়তো আপনি এর আগেও অনেকবার শুনেছেন, কিন্তু খুব একটা ব্যবহার হয় না। আর সেই কারণেই বাইক শব্দটি আমাদের দেশে সবথেকে বেশি প্রচলিত। কিন্তু বাইক আদতে একটি ইংরেজি শব্দ। তাই আমরা বাইকের ইংরেজি শব্দের সঙ্গেই বেশি পরিচিত।