GK কুইজ: একই নামে কোন দু’জন খেলোয়াড় যারা বিশ্বকাপজয়ী অধিনায়কের নেতৃত্বে খেলেছেন?

জানেন একই নামে কোন দু’জন খেলোয়াড় বিশ্বকাপজয়ী অধিনায়কের নেতৃত্বে খেলেছেন?

General Knowledge Quiz: যেকোনও ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মনে রাখা খুবই প্রয়োজন। যেহেতু প্রশ্নগুলি জেনারেল নলেজের ভিত্তিতেই তৈরি করা হয়। তাই এই প্রতিবেদনে কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করবে। একবার দেখে নেওয়া যাক..

১) প্রশ্ন: মাইক্রোসফট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
ক) ১৯৬০
খ) ১৯৭৫
গ) ১৯৮২
ঘ) ১৯৯৮
উত্তর: খ) ১৯৭৫
—মাইক্রোসফট কর্পোরেশন ১৯৭৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল। বিল গেটস এবং পল অ্যালেন একসাথে মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন।

 

২) প্রশ্ন: সম্রাট অশোক কোন বৌদ্ধ ভিক্ষু দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
ক) নরহরি
খ) গৌতম বুদ্ধ
গ) অগ্নি মিত্র
ঘ) উপগুপ্ত
উত্তর: ঘ) উপগুপ্ত
— বৌদ্ধ ভিক্ষু উপগুপ্ত দ্বারা অশোক প্রভাবিত হয়েছিলেন। উপগুপ্ত ছিলেন বারানসির গুপ্ত নামে এক সুগন্ধি বিক্রেতার পুত্র। তিনি ১৭ বছর বয়সে অবসর গ্রহণ করেন এবং যোগ অনুশীলনে যোগদান করেন এবং কাজের মাধ্যমে জয়লাভ করার পর তিনি তার সমাধিকালে ভগবান বুদ্ধকে দেখতে পান।

৩) প্রশ্ন: কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন?
ক) জাহাঙ্গীর
খ) ওরঙ্গজেব
গ) আকবর
ঘ) বাবর
উত্তর: আকবর
— আকবরই একমাত্র মুঘল সম্রাট ছিলেন যিনি নিরক্ষর। কারণ তার বাবা হুমায়ুন খুব তাড়াতাড়ি মারা যান, যার কারণে তাকে মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসতে হয়েছিল।

৪) প্রশ্ন: বলুন তো কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
ক) পাকিস্তান
খ) বাংলাদেশ
গ) নেপাল
ঘ) চীন
উত্তর: খ) বাংলাদেশ
— ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং এর দৈর্ঘ্য প্রায় ৪০৯৬ কিলোমিটার।

৫) প্রশ্ন: একই নামে কোন দু’জন খেলোয়াড় যারা বিশ্বকাপজয়ী অধিনায়কের নেতৃত্বে খেলেছেন?

উত্তর: রুদ্র প্রতাপ সিং, যারা উভয়েই আরপি সিং নামে পরিচিত। একজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের নেতৃত্বে, আরেক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিলেন। অবাক করার বিষয় হলো, তারা উভয়েই বাঁহাতি ফাস্ট বোলার এবং একই রাজ্য উত্তর প্রদেশের খেলোয়াড় ছিলেন।