GK কুইজ : এ পর্যন্ত কতজন ভারতীয় চাঁদে গিয়েছেন জানেন?

চাঁদের মাটিতে পা রেখেছেন কতজন ভারতীয়?

General Knowledge Quiz : শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নেয়। এই সময় তারা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এছাড়া সাধারণ জ্ঞান মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তোলে। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ সর্বপ্রথম চাঁদের মাটিতে জলের খোঁজ পেয়েছিল কোন দেশ? 
উত্তরঃ ভারতের চন্দ্রযান-১ (Chandrayaan-1) মহাকাশযান সর্বপ্রথম চাঁদের মাটিতে জলের খোঁজ পেয়েছিল ২০০৮ সালে।

২) প্রশ্নঃ আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সর্দি জ্বর হয়?
উত্তরঃ ভিটামিন সি।

৩) প্রশ্নঃ সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সিবসা নদীর তীরে অবস্থিত।

৪) প্রশ্নঃ বিহার কত সালে বাংলা থেকে আলাদা হয়?
উত্তরঃ ১৯১২ সালে।

৫) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী মানুষ কে?
উত্তরঃ উসাইন বোল্ট (Usain Bolt) পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব হিসেবে পরিচিত। তিনি ১০০ মিটার দৌড় ৯.৫৮ সেকেণ্ডে শেষ করেন।

৬) প্রশ্নঃ ভারতের প্রথম পাটকলটি পশ্চিমবঙ্গের কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তরঃ ১৮৫৫ সালে হুগলি জেলার রিষড়াতে।

৭) প্রশ্নঃ বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদীটি?
উত্তরঃ দামোদর (Damodar) নদীকে বাংলার দুঃখ বলা হয়।

৮) প্রশ্নঃ কত সালে প্লুটোকে বামন গ্রহ হিসেবে ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ ২০০৬ সালে।

৯) প্রশ্নঃ TRAIN এর কথাটির ফুলফর্ম কী?
উত্তরঃ ইংরেজি শব্দ ট্রেনের (Train) ফুলফর্ম হচ্ছে ট্যুরিস্ট রেলওয়ে অ্যাসোসিয়েশন ইন (Tourist Railway Association Inc)।

Image

১০) প্রশ্নঃ এ পর্যন্ত কতজন ভারতীয় চাঁদে গিয়েছেন জানেন?
উত্তরঃ এখনও পর্যন্ত গোটা বিশ্ব থেকে মোট ১২ জন মহাকাশচারী (Astronauts) চাঁদে গিয়েছেন। তবে চাঁদে অবতরণকারী ভারতীয় মহাকাশচারীর সংখ্যা শূন্য।