Bengali Fact : ‘লোডশেডিং’ কথাটির বাংলা কী? ৯৯% মানুষ উত্তর দিতে ব্যর্থ

জানেন লোডশেডিংকে বাংলায় কী বলা হয়?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যার নির্দিষ্ট কোন সীমা নেই। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। তাই ছাত্র-ছাত্রীদের সাম্প্রতিক ঘটনা ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনই ১০টি অজানা তথ্য তুলে ধরা হয়েছে, যা অনেকের সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন পর্বত?
উত্তরঃ ইউরোপ ও এশিয়া (Europe and Asia) দুটি মহাদেশ দুটি পর্বতশ্রেণী দ্বারা বিভক্ত। যথা – উরাল পর্বত ও ককেশাস পর্বতমালা।

২) প্রশ্নঃ ভারতে ‘জাতীয় দল’ হিসাবে স্বীকৃত হওয়ার জন্য, একটি রাজনৈতিক দলকে কয়টি রাজ্য অবশ্যই উপস্থিত থাকতে হবে?
উত্তরঃ অন্তত ৪টি রাজ্য।

৩) প্রশ্নঃ ১৮৫৩ সালে কোন দুটি স্থানের মধ্যে ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল?
উত্তরঃ ১৬ এপ্রিল ১৮৫৩ সালে, প্রথম যাত্রীবাহী ট্রেনটি বোরি বন্দর (বোম্বাই) থেকে থানে পর্যন্ত ৩৪ কিলোমিটারের দূরত্বে ১৪টি বগি এবং ৪০০ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল।

৪) প্রশ্নঃ অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
উত্তরঃ কর্ণম মলেশ্বরী (Karnam Malleswari) একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ভারোত্তোলক। তিনি ২০০০ সালে সিডনিতে অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন।

Image

৫) প্রশ্নঃ কোন দেশটি ভারতের প্রতিবেশী কিন্তু ভারতীয় উপমহাদেশের অংশ নয়?
উত্তরঃ চীন ভারতের প্রতিবেশী দেশ, কিন্তু ভারতীয় উপমহাদেশের অংশ নয়।

৬) প্রশ্নঃ কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
উত্তরঃ ১৯১১ সালের ১২ই ডিসেম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার ঘোষণা করা হয়।

৭) প্রশ্নঃ মহাকাশে পাঠানো ভারতের প্রথম উপগ্রহটির নাম কী ছিল?
উত্তরঃ বিখ্যাত জ্যোতির্বিদ আর্যভট্টের নামানুসারে আর্যভট্ট (Aryabhata) ছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ (১৯৭৫ সালের ১৯ এপ্রিল)।

৮) প্রশ্নঃ কোন দেশের নামে একমাত্র মহাসাগর রয়েছে?
উত্তরঃ ভারত দেশের নামে রয়েছে ভারত মহাসাগর (Indian Ocean)।

৯) প্রশ্নঃ ‘ব্লু প্লানেট বা নীল গ্রহ’ বলা হয় কোন গ্রহকে?
উত্তরঃ পৃথিবীর ৭১ শতাংশেরও বেশি জলে আবৃত। মহাকাশ থেকে এটি নীল দেখায় এবং তাই পৃথিবীকে ‘ব্লু প্ল্যানেট’ (Blue Planet) বলা হয়।

Image

১০) প্রশ্নঃ ‘লোডশেডিং’ (Load Shedding) শব্দটির বাংলা কী জানেন?
উত্তরঃ বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিরতি।