‘DAD’-র ভিড়ে একটি ‘BAD’ শব্দ রয়েছে, ঈগলের মতো দৃষ্টি হলে খুঁজে পাবেন

যাদের দৃষ্টিশক্তি ঈগলের মত কেবল তারাই লুকিয়ে থাকা ‘BAD’ শব্দটি খুঁজে পাবেন

Optical illusion : অপটিক্যাল ইলিউশন মানেই হলো চোখের সাথে প্রতারণা। এগুলি আমাদের পর্যবেক্ষণ দক্ষতা কতটা ভালো তা যাচাই করে। এই ধরনের ছবিগুলি দেখতে সাধারণ মনে হলেও মনকে বিভ্রান্ত করে তোলে। তাই কখনো কখনো অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জগুলি মনে বড় প্রভাব ফেলে।

ছবিতে দেখতে পাচ্ছেন সারি সারি ‘DAD’ শব্দটি রয়েছে। কিন্তু এরই মধ্যে একটি ভিন্ন শব্দ রয়েছে আর সেটি হলো ‘BAD’, যাকে খুঁজে বের করাই হলো এই প্রতিবেদনের চ্যালেঞ্জ। এখন আপনি যদি নিজের দৃষ্টিশক্তি পরীক্ষা করতে চান তাহলে এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন।

বিশেষজ্ঞদের মধ্যে, যাদের দৃষ্টিশক্তি ঈগলের মতো তীক্ষ্ণ, কেবল তারাই লুকিয়ে থাকা ‘BAD’ শব্দটি খুঁজে পেতে পারেন। তাই এই ছবিটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পরও অনেকেই ব্যর্থ হয়েছেন। তবে এই চ্যালেঞ্জটিকে আরো প্রতিযোগীমূলক করে তোলার জন্য ১৫ সেকেন্ড সময় দেওয়া হয়েছে।

দাবি করা হয়েছে, যারা নির্ধারিত সময়ের মধ্যে চ্যালেঞ্জটি পূরণ করবেন তাদের দৃষ্টিশক্তি যে খুবই ভালো তার নিঃসন্দেহে বলা যায়। এর পাশাপাশি পর্যবেক্ষণ দক্ষতা কতটা ভালো তা যাচাই করার একটি দুর্দান্ত উপায়। আপনি কি লুকিয়ে থাকা ওই শব্দটি খুঁজে পেয়েছেন?

যদি এখনো না খুঁজে পান তাহলে চিন্তা করার কিছু নেই, নিচে হাইলাইট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। DAD শব্দটি ১৭টি সারিতে রয়েছে আর প্রতিটি সারিতে ১১ বার করে লেখা আছে। আপনি যদি নিচের সারিতে লক্ষ্য করেন, দেখবেন ৭নং অংশে BAD শব্দটি রয়েছে।

আপনাদের সুবিধার্থে লাল মার্ক করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের চ্যালেঞ্জগুলি মস্তিষ্কের জন্য একপ্রকার ব্যায়াম এবং কার দৃষ্টিশক্তি কতটা ভালো তা বোঝার উপায়। এগুলি সমাধান করা যেমন মজাদার তেমনি আকর্ষণীয়।

Image