এমন কোন জিনিস যা ভারতের নামেও আছে আবার পশ্চিমবঙ্গের নামেও আছে?

ভারত ও পশ্চিমবঙ্গের উভয়ের নামেই আছে, সেটা কী?

General Knowledge Quiz : আপনি যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে ভালো সাধারণ জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর বলা হয়েছে যা বেশিরভাগ প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং চাকরির ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। এসব প্রশ্নের উত্তর জানা থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

১) প্রশ্নঃ ভারতে এখনো পর্যন্ত কতবার নোট বন্দি করা হয়েছে?
উত্তরঃ তিন বার।

২) প্রশ্নঃ কোন পাখিকে স্পর্শ করলেই মারা যায়?
উত্তরঃ টিটোনি নামক পাখি, এটি ইস্টার্ন অস্ট্রেলিয়ার জঙ্গলে দেখতে পাওয়া যায়।

৩) প্রশ্নঃ কোন গাছ কাটলে মানুষের মতো রক্ত বেরিয়ে আসে?
উত্তরঃ ব্লাডউড ট্রি (Bloodwood Tree)। এই বিশেষ গাছটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়।

৪) প্রশ্নঃ ভারতে রবিবারে ছুটি কবে থেকে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৮৯০ সালের ১০ই জুন।

৫) প্রশ্নঃ মোটর গাড়ি থেকে কোন গ্যাস বের হয়?
উত্তরঃ কার্বন-মনোক্সাইড।

৬) প্রশ্নঃ সূর্যের কিরনে কতগুলো রং থাকে?
উত্তরঃ ৭টি।

৭) প্রশ্নঃ কোন জীব একটা জিনিসকে দুটো করে দেখে?
উত্তরঃ হাতি।

৮) প্রশ্নঃ মহাভারত (Mahabharata) কে রচনা করেন?
উত্তরঃ মহাভারতের রচয়িতা ব্যাসদেব (কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস)।

৯) প্রশ্নঃ প্রেম মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ প্রেম মন্দির হল ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত একটি হিন্দু মন্দির।

১০) প্রশ্নঃ ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
উত্তরঃ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

১১) প্রশ্নঃ কোন দেশে মাঝরাতে সূর্য দেখা যায়?
উত্তরঃ নরওয়েতে (Norway)।

১২) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অঙ্গটি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম?
উত্তরঃ মানুষের মস্তিষ্ক।

১৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলা ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে না?
উত্তরঃ নদীয়া জেলা।

১৪) প্রশ্নঃ কোন পাখি শুধুমাত্র বৃষ্টি জল পান করে?
উত্তরঃ চাতক পাখি।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস যা ভারতের নামেও আছে আর পশ্চিমবঙ্গের নামেও আছে?
উত্তরঃ বিশাল জলরাশিকে বোঝানো হয়েছে, ভারত মহাসাগর (Indian Ocean) ও বঙ্গোপসাগর (The Bay of Bengal)।