রবীন্দ্র জাদেজার সঙ্গে মতবিরোধ নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছে চেন্নাই সুপার কিংস

শুক্রবার রবীন্দ্র জাদেজা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত দুই আইপিএল মরসুমের চেন্নাই সুপার কিংস সম্পর্কিত সমস্ত পোস্টগুলি মুছে ফেলেন। তারপর থেকে গুজব শুরু হয়েছে জাদেজা ও ফ্রাঞ্চাইজের মধ্যে সবকিছু আর আগের মতো নেই। তবে এই বিষয়টি নিয়ে চেন্নাই সুপার কিংসের এক কর্মকর্তা বড় প্রতিক্রিয়া দিয়েছেন।

চেন্নাই সুপার কিংস এই ব্যাপারটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। এএনআই-এর সাক্ষাৎকারে সিএসকের ওই কর্মকর্তা জানিয়েছেন, “দেখুন, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমাদের পক্ষ থেকে এই ধরনের কোন ঘটনার সম্পর্কে আমরা অবগত নয়। সবকিছুই ঠিক আছে, কোন কিছু ভুল না।” 

কিন্তু সিএসকে ফ্রাঞ্চাইজি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সাম্প্রতিক কার্যকলাপ কিছুটা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। মহেন্দ্র সিং ধোনিকে ৭ই জুলাই তার জন্মদিনে শুভেচ্ছাও জানাননি জাদেজা। এদিকে ফ্রাঞ্চাইজিও ধোনির জন্মদিন নিয়ে একটি বিশেষ ভিডিও বানিয়েছিল, যেখানে দলের সমস্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিলেন, কিন্তু জাদেজাকে দেখা যায়নি। 

আইপিএল ২০২২ শুরুর আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করা হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। আইপিএল শুরুর ৮টি ম্যাচে দলের পারফরম্যান্স খুবই খারাপ ছিল এবং জাদেজার ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো ছিল না। এই কারণে তিনি মাঝপথে অধিনায়কত্ব ছেড়ে দেন এবং এই দায়িত্ব আবারও এমএস ধোনির কাঁধে এসে পড়ে।

রবীন্দ্র জাদেজার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মরসুমগুলির মধ্যে ২০২২ আইপিএল একটি। এই মরসুমে তিনি ১০ ম্যাচে মাত্র ১০৬ রান করেছেন আর বল হাতে নিয়েছেন মাত্র পাঁচটি উইকেট। এছাড়া ফিল্ডিংয়ের সময়ও অনেক ক্যাচও ফেলেছিলেন।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে সেঞ্চুরি করার পর এক সাংবাদিক সম্মেলনে রবীন্দ্র জাদেজা ২০২২ আইপিএল মরসুম সম্পর্কে বলেছেন, “যা হয়ে গিয়েছে হয়েছে। আইপিএল আমার মাথায় নেই। আপনি যখন ভারতের হয়ে খেলছেন তখন আপনার পুরো ফোকাশ ভারতীয় দলের দিকেই থাকা উচিত। এটা আমার জন্যও তাই ছিল।”