অবাক তথ্য: সাপ কী প্রতিশোধ নিতে পারে? ৯৫% মানুষের ভুল ধারণা রয়েছে!

সাপ নিয়ে কৌতুহলের অন্ত নেই কারোরই। বেশকিছু ভূল ধারণাও আছে আমাদের। সাপের ক্ষমতা সম্পর্কেও রয়েছে সেই ভ্রান্ত ধারণাই। আর তাই অনেক সময়ই ভয়ের থেকেই মৃত্যু হয় মানুষের। তবে সাপ কী প্রতিশোধ নিতে পারে? আসলে সাপ সম্পর্কে সাধারণ মানুষের নিজস্ব নিজস্ব ধারণা রয়েছে।

আমরা বিভিন্ন চলচ্চিত্রে ‘সাপ বদলা নেয়’ এ বিষয় দেখে থাকি। সিনেমায় দেখানো হয় যে সাপ নিজের শত্রুদের মনে রাখে, শত্রু নিধনের পরেই তার পিছু ছাড়ে সাপ৷ পৌরাণিক গ্রন্থ বা লোকোমুখে আমরা প্রায়শই সাপের প্রতিশোধ নেওয়ার বিষয়ে শুনে থাকি ৷

কিন্তু বিজ্ঞানে এখনও এর কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ তাই বিজ্ঞান এটাকে সম্পূর্ণ গুজব বা ভ্রান্ত ধারণা বলে মনে করে। অনেকেরই ধারণা হাসনাহানা বা সুগন্ধি ফুলের গন্ধে দূর দূরান্ত থেকে সাপ ছুটে আসে। কিন্তু, এটি সম্পূর্ণ একটি ভুল ধারনা। সাপের ঘ্রাণ শক্তি অত্যন্ত দুর্বল। তাই তারা কোনও ফুলের গন্ধই পায় না।

এছাড়া বীনের তালে সাপের নাচ দেখে অনেকেই মনে করেন সাপ শুনতে পায়।কিন্তু সাপের কান নেই। শোনার জন্য সাপ জিভ বের করে। এই কারণেই সাপকে ঘনঘন জিভ বের করতে দেখা যায়। এইভাবেই সাপ কোনও বস্তুর অবস্থান কত দূরে তা বুঝতে পারে।

প্রসঙ্গত, বিশ্বে প্রায় ৩০০০ প্রজাতির সাপ আছে। আন্টার্কটিকা বাদে বিশ্বের সর্বত্রই সাপের দর্শন মেলে। সাপের খাদ্য তালিকায় থাকে ইঁদুর, পাখি, ব্যাঙ, বড় সাপ ছোট হরিণ, শূকর, বাঁদর খেয়ে থাকে। নিজেদের প্রতিরক্ষার জন্যই সাপ আক্রমণ করে।