ইন্টারভিউ প্রশ্ন: কোন খেলায় যারা পিছিয়ে থাকে, তারাই জিতে যায়? ৯০% উত্তর দিতে ব্যর্থ!

Interview Questions: চাকরির লিখিত পরীক্ষায় পাশ করলেও অধিকাংশ প্রার্থীরা ইন্টারভিউতে ফেল করে। এর কারণ হলো বিচক্ষণ ও উপস্থিত বুদ্ধির কম থাকা। ইন্টারভিউ চলাকালীন এমন অনেক জীবন সম্পর্কিত প্রশ্ন করা হয়, যার শুনে প্রার্থীরা সহজেই ঘাবড়ে যায়। আসলে এমন প্রশ্ন করার উদ্দেশ্য হলো ওই প্রার্থীর প্রেজেন্ট অফ মাইন্স বোঝার জন্য। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা ইন্টারভিউতে করা যেতে পারে…

১) প্রশ্ন: কোন রাজার প্রধানমন্ত্রী কৌটিল্য ছিলেন? 
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।

২) প্রশ্ন: মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে?
উত্তর: কেরালা।

৩) প্রশ্ন: জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক।

৪) প্রশ্ন: কাঁচি কোন শ্রেণীর লিভার?
উত্তর: প্রথম শ্রেণীর।

৫) প্রশ্ন: সর্বপ্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ?
উত্তর: চীন দেশ।

৬) প্রশ্ন: আঙ্কোর ভাট মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: কম্বোডিয়া।

Image

৭) প্রশ্ন: এমন কোন শব্দ লিখতে পারি, কিন্তু পড়তে পারি না?
উত্তর: যে ভাষা আমরা জানি না, তা দেখে দেখে লিখতে পারলেও পড়তে পারি না।

৮) প্রশ্ন: অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে শহীদ হয়েছিলেন?
উত্তর: যতীন দাস।

৯) প্রশ্ন: বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: ঝাড়খন্ড।

১০) প্রশ্ন: ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়?
উত্তর: উত্তর প্রদেশ।

১১) প্রশ্ন: সুপ্রিম কোর্টে কত ধরনের অ্যাপিল করা যায়?
উত্তর: ৪ ধরনের।

১২) প্রশ্ন: কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

Image

১৩) প্রশ্ন: ভারতের হিরো সাইকেল কোম্পানির গ্লোবাল হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডন।

১৪) প্রশ্ন: ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি?
উত্তর: তারাপুর, মহারাষ্ট্র।

১৫) প্রশ্ন: কোন খেলায় যারা পিছিয়ে থাকে, তারাই জিতে যায়?
উত্তর: দড়ি টানাটানি অথবা স্লো সাইকেল রেসিং (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।