ভারতীয় রেল: দিল্লি বা মুম্বাই নয়, জানেন দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন কোনটি

ভারতীয় রেলকে দেশের ‘লাইফ লাইন’ বলা হয়। আপনিও একবার হলেও অন্তত রেল ভ্রমণ করেছেন। যদি ভ্রমণ নাও করেন, তাহলে অবশ্যই রেল স্টেশন থেকে থাকবেন। এই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় রেল সম্পর্কিত কিছু তথ্য। জানেন দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন কোনটি বা কোন শহরে অবস্থিত?

দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন কোথায় আছে, তার আগে জেনে নিন জংশন কি? যদি একটি স্টেশনের মধ্য দিয়ে কমপক্ষে তিনটি রেলপথ থাকে তবে সেই স্টেশনটিকে জংশন বলা হয়। একটি জংশন স্টেশন হিসেবে যোগ্যতা পেতে সাধারণত তাতে অন্তত একদিকে একটি রেলপথ এবং অন্যদিকে দুটি রেলপথ থাকতে হবে।

Image

এর সাথে জানিয়ে রাখি, উত্তরপ্রদেশের গোরখপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মটি বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন, যার দৈর্ঘ্য ১,৩৬৬ মিটার। এই রেকর্ডটি ছিল পশ্চিমবঙ্গের খড়গপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের (১,০৭২ মিটার)।

এবার আসা যাক দেশের সবচেয়ে বড় জংশনের কথা। দেশের সবচেয়ে বড় জংশন থেকে ৭টি রুটের ট্রেন চলাচল করে। এই জংশনটিতে ১০টি প্লাটফর্ম রয়েছে এবং ভারতের প্রায় প্রতিটি বড় শহরের সাথে সংযোগ রয়েছে। এই জংশনটি হলো উত্তরপ্রদেশের মথুরায়। এরপর ৬টি রুট সহ সালেম জংশন, ৫টি রুটের জংশন হলো বিজয়ওয়াড়া এবং বেরেলি।