AUS vs WI: ‘পিতা-পুত্র’ জুটিকে আউট করে অনন্য রেকর্ড গড়েছেন মিচেল স্টার্ক

পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া দল। জয়ের জন্য ৪৯৮ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ৩৩৩ রানে গুটিয়ে যায়। ফলস্বরূপ এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল অস্ট্রেলিয়া।

চতুর্থ দিনের খেলায় মার্নাস লাবুশেন দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। একইভাবে দুর্দান্ত শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা। কিন্তু ৪৫ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন তেজনারায়ণ চন্দরপল। এই উইকেট নেওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটে এক অনন্য রেকর্ড গড়েছেন মিচেল স্টার্ক।

Image

এর আগে মিচেল স্টার্ক তেজনারায়ণের বাবা অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলেরও উইকেট নিয়েছিলেন। যে কারণে পিতা পুত্রের দুটি আউট করায় এই রেকর্ড গড়েছেন তিনি।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট খেলায় মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হন শিবনারায়ণ চন্দরপল। সেই সময় তিনি ৬৮ রানে খেলছিলেন এবং এদিন টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ব্যক্তিগত ৪৫ রানে তেজনারায়ণ চন্দরপলকে ক্লিন বোল্ড করেন। 

উল্লেখ্য, শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ এই ম্যাচ দিয়েই তার টেস্ট কেরিয়ার শুরু করেছেন। ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ও দুর্দান্ত ব্যাটসম্যান ব্রায়ান লারা তাকে টেস্ট ক্যাপ উপহার দেন। তেজনারায়ণ প্রথম ইনিংসে ৫১ রান এবং দ্বিতীয় ইনিংসে ৪৫ রান করেছেন।