পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যের সরকারি ভাষা বাংলা?

পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যটির সরকারি ভাষা বাংলা?

General Knowledge Quiz : প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এসএসসি থেকে শুরু করে ব্যাংকিং ও রেলের পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্নগুলি বেশিরভাগ আসে। এছাড়া মানুষ এগুলিকে পড়তেও ভালোবাসেন। এই প্রতিবেদনে তেমনি কিছু জানা-অজানা প্রশ্ন পাঠকদের উদ্দেশ্যে হাজির করা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোনটি?
উত্তরঃ HTC Dream (এইচটিসি ড্রিম) ছিল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রথম স্মার্টফোন।

২) প্রশ্নঃ ভারতের কোন শহরকে তালা-চাবির শহর বলা হয়?
উত্তরঃ উত্তর প্রদেশের আলিগড় কে।

৩) প্রশ্নঃ চাঁদে পৌঁছানো প্রথম মানব চন্দ্রযানের নাম কী?
উত্তরঃ অ্যাপোলো ১১ (Apollo 11)।

৪) প্রশ্নঃ IPS এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Indian Police Service (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস)।

৫) প্রশ্নঃ মানবদেহের কোন অঙ্গের আকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে?
উত্তরঃ চোখ।

৬) প্রশ্নঃ পাম্পাস তৃণভূমি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ আর্জেন্টিনা।

৭) প্রশ্নঃ ভারতের বৃহত্তম মহানগর কোনটি?
উত্তরঃ মুম্বাই।

৮) প্রশ্নঃ কোন পশুর দুধ গোলাপি রঙের হয়?
উত্তরঃ জলহস্তীর দুধ গোলাপি রঙের।

৯) প্রশ্নঃ চৌধুরী চরণ সিং বিমানবন্দর ভারতের কোন শহর অবস্থিত?
উত্তরঃ লখনৌতে।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন শহরকে ইলেকট্রনিক শহর বলা হয়?
উত্তরঃ বেঙ্গালুরুকে।

১১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে দুজন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন?
উত্তরঃ সান ম্যারিনোতে।

১২) প্রশ্নঃ কোন পাখি উড়তে উড়তে ডিম পাড়ে?
উত্তরঃ হোমা পাখি।

১৩) প্রশ্নঃ ভারতের উচ্চতম অট্টালিকা কোনটি?
উত্তরঃ কুতুব মিনার (Qutub Minar)।

১৪) প্রশ্নঃ কাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গ কে।

Image

১৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যের সরকারি ভাষা বাংলা?
উত্তরঃ ত্রিপুরার (Tripura) সরকারি ভাষা বাংলা।