জানেন ভারতের সবচেয়ে গভীরতম নদী কোনটি?

কোনটি ভারতের সবচেয়ে গভীরতম নদী?

General Knowledge Quiz : বর্তমানে সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা বলার অপেক্ষা রাখেনা। সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের গুরুত্ব অপরিসীম। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। দেখে নিন…

১) প্রশ্নঃ কোন দেশে ২১ দিন ধরে বিয়ে চলে?
উত্তরঃ ইয়েমেন দেশে।

২) প্রশ্নঃ কোন গ্রামের মানুষের উচ্চতা ৩ ফুটের বেশি বাড়ে না?
উত্তরঃ চীন দেশের ইয়াংসি গ্রামে।

৩) প্রশ্নঃ কোন মাছকে মাছের রাজা বলা হয়?
উত্তরঃ তিমি মাছ।

৪) প্রশ্নঃ এক কিলোমিটার রেল লাইন বিছাতে কত টাকা খরচ পড়ে?
উত্তরঃ প্রায় ৩৫ কোটি টাকা।

৫) প্রশ্নঃ কোন দেশে নারীদের হাফপ্যান্ট পরা নিষিদ্ধ?
উত্তরঃ উত্তর কোরিয়ায়।

৬) প্রশ্নঃ কোন প্রাণীর অতিরিক্ত খিদে পেলে লোহার টুকরো পর্যন্ত হজম করে ফেলতে পারে?
উত্তরঃ কুমির।

৭) প্রশ্নঃ ভারতীয় সংবিধান তৈরি করতে কত দিন সময় লেগেছে?
উত্তরঃ ২ বছর ১১ মাস ১৮ দিন।

৮) প্রশ্নঃ ভারতের কোন রং এর গাড়ি চালানো নিষিদ্ধ?
উত্তরঃ জলপাই সবুজ রঙের গাড়ি চালানো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ, কারণ এই রঙটি শুধুমাত্র ভারতীয় সশস্ত্র বাহিনীদের গাড়িতে ব্যবহৃত হয়।

Image

৯) প্রশ্নঃ কোন ভারতীয় মহিলা প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ মাদার তেরেসা।

১০) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশটির নাম কী? 
উত্তরঃ আইসল্যান্ড দেশটি খুবই শান্তিপূর্ণ এবং বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবেও পরিচিত।

১১) প্রশ্নঃ কোন পাখি শুধুমাত্র বৃষ্টি জল পান করে?
উত্তরঃ চাতক পাখি।

১২) প্রশ্নঃ কোন ধাতুকে সহজে ছুরি দিয়ে কাটা যায়?
উত্তরঃ সোডিয়াম।

১৩) প্রশ্নঃ ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি এক বছরে কত টাকা ট্যাক্স দিয়ে থাকেন?
উত্তরঃ প্রায় ৯ হাজার কোটি টাকা।

১৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে রাতে স্নান করা নিষিদ্ধ?
উত্তরঃ সুইজারল্যান্ডে।

Image

১৫) প্রশ্নঃ ভারতের গভীরতম নদী কোনটি, যেখানে কুতুবমিনার পর্যন্ত ডুবে যেতে পারে?
উত্তরঃ ভারতের গভীরতম নদী হল ব্রহ্মপুত্র। গভীরতম স্থানটি অবস্থিত অসমের তিনসুকিয়ায়। এর গভীরতা ১২৪ ফুট এবং সর্বোচ্চ গভীরতা ৩৮০ ফুট। এই কারণে একে ভারতের গভীরতম নদী বলা হয়।