T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল বেছে নিল আনন্দবাজার; দলে নেই রোহিত-কোহলি-বুমরাহ

চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রায় দলই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এদিকে আইপিএলে ভালো পারফরম্যান্স করা কিছু নতুন মুখ আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে। যেখানে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এক অদ্ভুত দল বেছে নিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজার কর্তৃপক্ষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বাছাই করেছে। আশ্চর্যের বিষয় হলো, এই দলে অধিকাংশ সিনিয়র খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেনি। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহর মত প্রথমসারির খেলোয়াড়রা বাদ পড়েছেন। এবারের আইপিএলে বিরাট কোহলি বা রোহিত শর্মাকে তেমন ছন্দে পাওয়া যায়নি। সম্ভবত এই কারণেই তাদের ছেঁটে ফেলেছে।

আমরা সবাই জানি, অস্ট্রেলিয়ার মাটিতে সিনিয়র খেলোয়াড় ছাড়া তরুণদের পক্ষে মানিয়ে নেওয়া খুবই কঠিন, আর সেখানেই আনন্দবাজার কর্তৃপক্ষ এমনই এক দল গঠন করেছে। এই ১৫ সদস্যের দলে রয়েছেন — কেএল রাহুল, শিখর ধাওয়ান, অভিষেক শর্মা, তিলক বার্মা, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদব, দীনেশ কার্তিক, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, উমরান মালিক, হর্ষাল প্যাটেল, মহম্মদ শামি ও টি নটরাজন।

উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আইপিএলে পারফরম্যান্স করা সেরা খেলোয়াড়দের ভিত্তিতেই দল বেছে নেওয়া হয়েছিল। যেখানে রাহুল চাহার, ঈশান কিশান ও বরুণ চক্রবর্তীর মতো অনভিজ্ঞ তরুণ খেলোয়াড়রা পুরোপুরি ব্যর্থ হন। ভারতীয় দল গ্রুপ লীগের প্রথম দুটি ম্যাচে হেরে কার্যত ওই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এরপর শেষ তিনটি ম্যাচ জিতলেও সেমিফাইনালে পৌঁছাতে পারেনি।