প্লে-অফে যোগ্যতা অর্জন করতে না পারা খেলোয়াড়দের নিয়ে গঠিত সেরা আইপিল একাদশ

গুজরাট, লখনৌ, রাজস্থান ও বেঙ্গালুরু এই চারটি দল ২০২২ আইপিএলে প্লে-অফে কোয়ালিফাই করেছে এবং শিরোপা জয়ের দৌড়ে রয়েছে। এদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দলের বেশ কিছু খেলোয়াড় নিজের সেরাটা দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। এই প্রতিবেদনে রয়েছে, প্লে-অফে যেতে না পারা দলগুলি থেকে বেছে নেওয়া হল সেরা একাদশ। এবার দেখে নেওয়া যাক: 

ডিসকোয়ালিফাই দলের ওপেনার:  

এই বিশেষ একাদশে ওপেনার হিসেবে রয়েছেন দুজন বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (৪৩২ রান) ও মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক ঈশান কিশান, যিনি ২০২২ আইপিএলের মেগা নিলামে সর্বোচ্চ দামি খেলোয়াড় হন। তার ব্যাট থেকে এসেছে মোট ৪১৮ রান। যদিও দল তার থেকে আরও বেশি প্রত্যাশা করেছিল। এদিকে শিখর ধাওয়ানও যথেষ্ট ভাল পারফর্ম করেছেন। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি (৪২১ রান)। যদিও তাকে একাদশে রাখা হয়নি। 

ডিসকোয়ালিফাই দলের মিডল অর্ডার:

এই তালিকায় মিডল অর্ডারে রয়েছেন শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী ও তিলক বার্মা। কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আইয়ার তার দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী (৪০১ রান)। এদিকে জাতীয় দলের আনক্যাপ খেলোয়াড় হিসেবে অসাধারণ পারফর্ম করেছেন রাহুল ত্রিপাঠী, যিনি হায়দ্রাবাদের হয়ে ৩৯৩ রান করেছেন। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটসম্যান তিলক বার্মা, তার ব্যাটিং দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। তিনি ১৪ ম্যাচে ৩৬ গড়ে ৩৯৭ রান করেছেন।

ডিসকোয়ালিফাই দলের অলরাউন্ডার:

অলরাউন্ডারের তালিকায় রয়েছেন দুজন বিদেশি খেলোয়াড় লিয়াম লিভিংস্টন ও আন্দ্রে রাসেল, উভয়ই পাওয়ার হিটার হিসেবে পরিচিত এবং দলের প্রয়োজনে উইকেট নিতেও সক্ষম। কেকেআরের হয়ে আন্দ্রে রাসেল ৩৩৫ রান ও ১৭টি উইকেট নিয়েছেন। এছাড়া বেশ কয়েকটি ম্যাচে তার ঝড়ো ব্যাটিং দিয়ে দলকে জিতিয়েছেন। এদিকে পাঞ্জাবের হয়ে খেলা লিয়াম লিভিংস্টন ৩৮৮ রান ও ৬টি উইকেট নিয়েছেন।

ডিসকোয়ালিফাই দলের বোলার: 

বোলিং বিভাগে রয়েছেন কাগিসো রাবাদা, যিনি চলতি আইপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেট (২২ উইকেট) শিকারি। এই দলের একমাত্র স্পিনার কুলদীপ যাদব (২১ উইকেট), কেকেআরের বিপক্ষে দুটি ম্যাচে তিনি ৮ উইকেট নিয়েছেন এবং দলকে জিতিয়েছেন। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের দুজন ফাস্ট বোলার রয়েছেন উমরান মালিক ও টি নটরাজন। উমরান মালিক ২১টি উইকেট নেওয়ার পাশাপাশি ১৫৭ কিমি বেগে বোলিং করে সবাইকে অবাক করেছেন। এদিকে জাতীয় দলের খেলোয়াড় টি নটরাজন ১৮টি উইকেট নিয়েছেন।

ডিসকোয়ালিফাই দলের সেরা একাদশ

ডেভিড ওয়ার্নার
ঈশান কিশান
শ্রেয়াস আইয়ার
রাহুল ত্রিপাঠী
তিলক বার্মা
লিয়াম লিভিংস্টন
আন্দ্রে রাসেল
কাগিসো রাবাদা
কুলদীপ যাদব
উমরান মালিক
টি নটরাজন