কোন ভারতীয় ক্রিকেটার মাত্র ৮ বল খেলে ফাইনালে ম্যাচের সেরা পুরস্কার জিতেছিলেন

মাত্র ৮ বল খেলে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দল আইসিসি ট্রফি (ICC trophy) থেকে বঞ্চিত রয়েছে। তবে এর মধ্যে বেশ কিছু খেলোয়াড় যারা দুর্দান্ত পারফরম্যান্স করে বহু রেকর্ড নিজের নামে তৈরি করেছেন। এই প্রতিবেদনে তেমনি এক ভারতীয় ক্রিকেটারের কথা বলা হয়েছে, যিনি মাত্র ৮ বল খেলে ম্যাচের সেরা পুরস্কার জিতেছিলেন।

আশ্চর্যের বিষয় হল, এই ক্রিকেটারের ক্যারিয়ার প্রায় শেষের দিকে। এমনকি জাতীয় দলের বাইরে রয়েছেন। খুব শীঘ্রই হয়তো তিনি বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেবেন। প্রায় দুই দশকের কাছাকাছি সময় ধরে ভারতীয় দলের সাথে যুক্ত রয়েছেন। 

২০০৪ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের (Lord’s) মাঠে অভিষেক হয়েছিল তার। এমনকি তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অভিষেকের কয়েক মাস আগে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। এবার নিশ্চয়ই অনুমান করতে পারছেন, কোন ক্রিকেটারের কথা বলা হয়েছে..! 

তিনি আর কেউ নন, ভারতীয় উইকেট-রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক (Dinesh Karthik), যিনি ২০১৮ সালে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৮ বলে ২৯ রানের একটি ঐতিহাসিক ইনিংস খেলে ভারতীয় দলকে জিতিয়েছিলেন। এর সুবাদে তিনি ম্যাচের সেরা পুরস্কারটুকুও জিতে নেন। এত কম বলে ম্যাচের সেরা পুরস্কার জেতার রেকর্ড আর কোনও ভারতীয় খেলোয়াড়ের নেই।

ওই ম্যাচের কথা বললে, বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৬৬ রান তোলে। এরপর ১৬৭ রানের টার্গেট নিয়ে ভারতীয় দল ব্যাট করতে নামে। রোহিত শর্মা ৫৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ম্যাচের শেষ দুই ওভারে ভারতকে জিততে হলে ৩৫ রান করতে হতো। এইসময় দীনেশের তাণ্ডবে বাংলাদেশী বোলাররা ছারখার হয় এবং শেষ বলে ৫ রান বাকি থাকলে তিনি ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করেন।