‘আদিপুরুষ’ বা ‘বাহুবলী’ নয়, জানেন ভারতে তৈরি হওয়া সবথেকে ব্যয়বহুল ছবি কোনটি?

জানেন কোনটি ভারতে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ছবি?

বিগত এক দশকে ভারতীয় সিনেমা অনেকটাই উন্নত হয়েছে। তৈরি করেছে বহু বড় বাজেটের ছবি। যদিও এতে ছবি নির্মাতাদের ব্যয় অনেক বেশি। অভিনেতাদের পারিশ্রমিক থেকে শুরু করে পোশাকসজ্জা, সেট, ভিএফএক্স প্রভৃতিতের বিপুল ব্যয় হয়। তবুও সম্প্রতি বেশিরভাগ বড় বাজেট ছবিই দর্শকদের আগ্রহ তৈরি করছে। এখন আসল প্রশ্ন হল, ভারতে তৈরি হওয়া সব থেকে ব্যয়বহুল ছবি কোনটি?

এখন অনেকেরই মনে হতে পারে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বিতর্কিত ছবি ‘আদিপুরুষ’ (Adipurush)-এর কথা। তার আগে ‘বাহুবলী’(Baahubali) ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra), কেজিএফ ২’(KGF 2), ‘ধুম ৩’(Dhoom 3) ইত্যাদি ছবির কথাও মনে পড়তে পারে। তবে এগুলির একটিও না।

Image

যে ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলিউড ও দক্ষিনী ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় অভিনেতাদের। যেমন, প্রভাস (Prabhas), অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), দিশা পাটানি (Disha Patani) অভিনীত এই ছবিটিই এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি খরচ করে তৈরি হওয়া ছবি হতে চলেছে। এই ছবির বাজেট ৬০০ কোটি টাকা।

The world is waiting for Project K, after Prabhas Deepika and Amitabh  Bachchan shared the poster

সেটি হল নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ (Project K)। প্রভাসের পারিশ্রমিকই নাকি এই ছবির বাজেটের এক-চতুর্থাংশ। অন্যান্যরা অর্থাৎ কমল হাসন নিয়েছেন ২০ কোটি, দীপিকার ১০ কোটি। অমিতাভ, দিশা প্রমুখের জন্য খরচ হয়েছে ২০ কোটি ও অভিনেতাদের সব মিলিয়ে ২০০ কোটি। এখানে প্রযোজনার খরচ প্রায় ৪০০ কোটি টাকা।

Image

বিগত কয়েক মাস আগেই প্রভাস নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘তারিখটা হল ১২-১-২৪। প্রজেক্ট কে’ পোস্টারটিতে দেখা যাচ্ছে, যুদ্ধক্ষেত্রে একটা বিশাল হাত পড়ে রয়েছে যার একটা আঙুল একটি বিশেষ দিকে নিশানা করছে। চারিদিকে ভাঙা মেশিনও পড়ে আছে। তার ক্যামেরার দিকে পিছন করে বন্দুক তাক করে আছে। নিচে লেখা, ‘দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং’ অর্থাৎ পৃথিবী অপেক্ষা করছে।’