চোখের ধাঁধা : পাশাপাশি দুটি ছবির মধ্যে ৩টি পার্থক্য রয়েছে, কেবল তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্নরাই খুঁজে পাবেন!

যাদের দৃষ্টিশক্তি ভালো কেবল তারাই ছবির মধ্যে থাকা পার্থক্য ৩টি খুঁজে পাবেন

Optical Illusion : অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় (social media) ট্রেন্ডিং-এ পরিণত হয়েছে। এগুলি মানুষের দৃষ্টি বিভ্রম করার জন্য সবচেয়ে পরিচিত। তাই অনেকেই দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা পরীক্ষা করার জন্য এই ধরনের চ্যালেঞ্জগুলি গ্রহণ করেন, তবে হাতে গোনা কয়েকজনই সফল হন।

এই প্রতিবেদনে তেমনি একটি চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে। ছবিটি লক্ষ্য করলে দেখতে পাবেন, পাশাপাশি দুটি হলুদ রঙের পাখি রয়েছে, ছবিতে একই রকম মনে হলেও এর মধ্যে তিনটি পার্থক্য রয়েছে, যা আপনাকে খুঁজে বের করতে হবে আর এটি হলো এই প্রতিবেদনের চ্যালেঞ্জ।

এই চ্যালেঞ্জটি আপনার দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা করবে। তাহলে আপনি কি প্রস্তুত? দাবি করা হয়েছে, যাদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি কেবল তারাই ছবির মধ্যে থাকা পার্থক্যগুলি খুঁজে পাবেন। আর এটিকে আরো প্রতিযোগীমূলক করে তোলার জন্য মাত্র ১৫ সেকেন্ড সময় দেওয়া হয়েছে।

যারা নির্ধারিত সময়ের মধ্যে চ্যালেঞ্জটি পূরণ করতে সক্ষম হবেন, তাদের দৃষ্টিশক্তির পাশাপাশি তাদের পর্যবেক্ষণ দক্ষতাও অনেক উন্নত তা বলার অপেক্ষা রাখে না। এই ধরনের ছবিগুলি সেই ভাবেই তৈরি করা হয়েছে যা আপনার দৃষ্টিশক্তিকে বিভ্রান্ত করে। এগুলি দেখে সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে, যা আপনাকে অবাক করবে।

মনোবিজ্ঞানীদের মতে, নিয়মিত মজার মজার ধাঁধা সমাধানের মাধ্যমে অনেকাংশে মস্তিষ্কের চাপ কমে আসে এবং সুপ্ত বুদ্ধিগুলি বিকশিত হয়। তাই অনেকেই অপটিক্যাল ইলিউশন এর ছবিগুলি সমাধানের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং তারা বেশি বেশি করে এই ধরনের চ্যালেঞ্জগুলি সমাধান করার চেষ্টা করেন।

যারা ইতিমধ্যেই চ্যালেঞ্জটি পূরণ করেছেন তাদের অভিনন্দন আর এদিকে যাদের পার্থক্যগুলি খুঁজে বের করা কঠিন বলে মনে হচ্ছে, তাদের সুবিধার্থে লাল মার্ক ও বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হলো…

Image

  • ১) প্রথম পার্থক্যটি পাখির ঝুটিতে।
  • ২) দ্বিতীয় পার্থক্যটি হলো পাখির বাম পাশে ডানায়।
  • ৩) আর তৃতীয় পার্থক্যটি গাছের ডালের পাতায়।