GK কুইজ : ভারতবর্ষের প্রথম রাজা ও রাণী কে ছিলেন জানেন?

জানেন প্রথম ভারতীয় রাজা ও রানী কে ছিলেন?

General Knowledge Quiz : আপনি যদি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো পর্যায়ে এই ধরনের প্রশ্ন গুলি বেশি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কাকে বলা হয়?
উত্তরঃ আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ বলা হয়ে থাকে। আইসল্যান্ড পৃথিবীর সেই বিরল দেশগুলোর একটি যেখানে কোনো সেনাবাহিনী নেই।

২) প্রশ্নঃ হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গটি কাজ করা বন্ধ করে দেয়?
উত্তরঃ আপনি যখন হাঁচি দেন আপনার হৃদপিণ্ড এক মিলিসেকেন্ডের জন্য থেমে যায়।

৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে মাত্র একটি রেলস্টেশন রয়েছে?
উত্তরঃ মিজোরামের মাত্র একটি রেলস্টেশন রয়েছে এবং এই স্টেশনটির নাম বইরবি রেল স্টেশন।

৪) প্রশ্নঃ “জয় জওয়ান জয় কিষান” এই স্লোগানটি কার ও কখন দিয়েছিলেন?
উত্তরঃ ১৯৬৫ সালে ভারত ও পাকিস্তান যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী “জয় জওয়ান জয় কিষান” স্লোগানটি দিয়েছিলেন।

৫) প্রশ্নঃ বাংলায় ট্রেনকে কি বলা হয়?
উত্তরঃ  ট্রেনকে বাংলায় বলা হয় “লৌহপথগামিনী” বা “লৌহশকট”।

৬) প্রশ্নঃ বিষধর সাপের বিষ কত প্রকার ও কি কি?
উত্তরঃ সাপের বিষ প্রধানত দুই প্রকার নিউরোটক্সিক (এটি মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে), হিমোটক্সিক (এটি রক্তকে জমাট বাঁধে)।

৭) প্রশ্নঃ সেনাবাহিনীর নিরিখে বিশ্বে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ সেনাবাহিনীর নিরিখে ভারতের স্থান চতুর্থ স্থানে।

৮) প্রশ্নঃ মানব দেহের সবচেয়ে বড় ও ছোট হাড় কোনটি?
উত্তরঃ মানবদেহের সবচেয়ে বড় হাড় ফিমার, যা উরুতে পাওয়া যায় আর ছোট হাড়টি হল স্টেপস, যা কানে পাওয়া যায়।

৯) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দ্রুততম পাখি কোনটি?
উত্তরঃ সবচেয়ে দ্রুততম পাখি হলো পেরেগ্রিন ফ্যালকন, যেটি ২৪০ মাইল প্রতি ঘন্টা গতিতে উড়তে পারে।

Image

১০) প্রশ্নঃ ভারতবর্ষের প্রথম রাজা ও রাণী কে ছিলেন জানেন? ? 
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার স্ত্রী দুর্ধারা ছিলেন ভারতের প্রথম রাজা ও রানী (৩২২ খ্রিস্টপূর্বাব্দ)।