ঋত্বিক রোশনের এই ছবিটি দেখে অনেক যুবক ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন

অনেকেই সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ঋত্বিক রোশনের এই ছবিটি দেখে

ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) উপর ভিত্তি করে হৃতিক রোশনের (Hrithik Roshan) ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি ‘লক্ষ্য’ (Lakshya) ১৯ বছর পূর্ণ করেছে। ছবিটি ১৮ই জুন ২০০৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিটি পরিচালনা করেছেন ফারহান আখতার (Farhan Akhtar)।

এদিকে ঋত্বিক রোশনের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন প্রীতি জ়িণ্টা (Preity Zinta)। ছবিটি বক্স অফিসে গড় ব্যবসা করলেও এই ছবিটি দেশের তরুণদের খুব পছন্দ হয়েছে। তাই এই ছবির সম্পর্কে বেশ কয়েকটি মজার ও আকর্ষণীয় তথ্য তুলে ধরা হল।

Image

১) এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন না হৃতিক রোশন। করণ শেরগিলের ভূমিকার জন্য প্রথমে আমির খানকে (Aamir Khan) প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গল পান্ডে-এর (Mangal Pandey) কারণে আমির ছবিটি ছেড়ে দেন, এরপর এই চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন।

২) বহুদিন পর জাভেদ আখতার (Javed Akhtar) এই ছবির মাধ্যমে চিত্রনাট্যে ফিরে আসেন। ফারহান আখতারের বাবা জাভেদ আখতার এর ১৪ বছর আগে, ১৯৮৯ সালে শেষ ছবি ‘ম্যাঁ হুঁ আজাদ’-এর স্ক্রিপ্ট লিখেছিলেন।

Image

৩) পঙ্কজ ত্রিপাঠিও (Pankaj Tripathi) এই ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিতে সুবেদার কুলদীপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ। হৃতিক রোশনের সাথে তার কিছু দৃশ্যও একসঙ্গে ছিল, কিন্তু পরে পঙ্কজ ত্রিপাঠির দৃশ্য এই ছবিটি থেকে কেটে দেওয়া হয়।

Image

৪) হৃত্বিক রোশনের আগে অর্জুন রামপালকেও (Arjun Rampal) ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই ছবিতে ক্যাপ্টেন জালাল আকবরের ভূমিকায় প্রস্তাব দেওয়া হয়েছিল অর্জুন রামপালকে। কিন্তু তিনি এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি। এরপর এই চরিত্রে অভিনয় করেন সুশান্ত সিং।

Image

৫) এই ছবি দেখে অনেক যুবক ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেয়। ছবির পরিচালক ফারহান আখতার যখন ১৫ বছর পর ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে যান, তখন সেখানকার ট্রেনিং নেওয়া বেশিরভাগ ক্যাডেটরা জানিয়েছেন, লক্ষ্য ছবিটি দেখেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।