ইন্টারভিউ প্রশ্ন: কোন গাছ বাড়িতে লাগালে সাপ আসে না?

সাপ ঢোকে না কোন গাছ লাগালে বাড়িতে

Interview Questions: আজকের সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক বেশি প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যার সম্পর্কে হয়ত আগে কখনও শোনেননি। এবার এক নজরে দেখে নিন…

১) প্রশ্নঃ রোমিও এন্ড জুলিয়েট এই বিখ্যাত নাটকটি কে রচনা করেছেন?
উত্তরঃ উইলিয়াম শেক্সপিয়র।

২) প্রশ্নঃ উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশ কে?
উত্তরঃ জাপান কে।

৩) প্রশ্নঃ দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন?
উত্তরঃ মুঘল শাসক শাহাজাহান।

৪) প্রশ্নঃ মানবদেহে ইনসুলিন হরমোন কোথায় পাওয়া যায়?
উত্তরঃ অগ্নাশয়ে।

৫) প্রশ্নঃ ভারতের প্রথম কোথায় ট্রেন চালানো হয়েছিল?
উত্তরঃ ১৮৫৩ সালের ১৬ এপ্রিল বোম্বাইয়ের বোরি বান্দর থেকে থানের মধ্যে।

৬) প্রশ্নঃ উট কত দিন জল না খেয়ে বাঁচতে পারে?
উত্তরঃ প্রায় ৬ মাস।

৭) প্রশ্নঃ কোন সবজিকে ‘সবজির রানি’ বলা হয়?
উত্তরঃ মরিচকে।

৮) প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস পূর্ণ করা হয়?
উত্তরঃ নাইট্রোজেন গ্যাস।

৯) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে কাপড়ে সংবাদপত্র ছাপা হয়?
উত্তরঃ স্পেন।

Image

১০) প্রশ্নঃ কোন দেশটিতে প্রতিবছর নববর্ষের তারিখ পরিবর্তন হয়?
উত্তরঃ চীন।

১১) প্রশ্নঃ ভারতের কোন রেলস্টেশনটি দুই রাজ্যে অবস্থিত?
উত্তরঃ নভাপুর রেল স্টেশনটি, অর্ধেক গুজরাট ও অর্ধেক মহারাষ্ট্রে অবস্থিত।

১২) প্রশ্নঃ সমগ্র মহাবিশ্বের উৎপত্তিস্থল কি?
উত্তরঃ সুপারনোভা।

১৩) প্রশ্নঃ পাকিস্তান দেশের নাম রেখেছে কে?
উত্তরঃ রহমত আলী।

Image

১৪) প্রশ্নঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯৩৫ সাল।

১৫) প্রশ্নঃ বাড়িতে কোন গাছ লাগালে সাপ আসে না?
উত্তরঃ সর্পগন্ধা গাছ লাগালে বাড়িতে সাপ ঢোকে না। এই গাছটিকে সাপের শত্রু হিসেবে বিবেচনা করা হয় এবং সাপ এর কাছাকাছি আসে না। তাই কামড়েরও ভয় থাকে না। শুধু সাপ নয়, অন্যান্য বিষাক্ত কীট পতঙ্গও এই গাছে বসে না।