GK কুইজ : জানেন ভারত কোন দেশটির সম্পর্কে ‘দাদু’ হয়?

ভারতবর্ষ কোন দেশের ‘দাদু’ হয় জানেন?

General Knowledge Quiz: আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় নানান উদ্ভট প্রশ্নগুলি শেয়ার হতে দেখা যায়। তবে আপনি এর উত্তর কোন বইতে খুঁজে পাবেন না। এগুলি আপনার বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে উত্তর দিতে হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ ভারতের কোন ব্যক্তি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী?
উত্তরঃ রাষ্ট্রপতি (President)।

২) প্রশ্নঃ পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক সংখ্যক দেশ রয়েছে?
উত্তরঃ আফ্রিকা (৫৪টি)।

৩) প্রশ্নঃ কোন রেখাটি ভারতের মাঝখান বরাবর দিয়ে চলে গেছে?
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা।

৪) প্রশ্নঃ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোথায় রয়েছে?
উত্তরঃ উলার হ্রদ (Wular Lake) হল ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এবং এটি কাশ্মীর উপত্যকায় অবস্থিত।

৫) প্রশ্নঃ ভারতীয় জনতা পার্টি (BJP) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৮০ সালের ৬ই এপ্রিল।

৬) প্রশ্নঃ পিতল কোন দুটি ধাতুর মিশ্রণ?
উত্তরঃ তামা ও দস্তা।

৭) প্রশ্নঃ জল কোন দুটি গ্যাস দ্বারা গঠিত?
উত্তরঃ হাইড্রোজেন ও অক্সিজেন (H²0)।

৮) প্রশ্নঃ ভারতীয় নোটে মুদ্রার নাম কয়টি ভাষায় লেখা রয়েছে?
উত্তরঃ ইংরেজি, হিন্দি সহ মোট ১৭টি।

৯) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি?
উত্তরঃ বীণা।

১০) প্রশ্নঃ ভারতের জাতীয় খেলা কোনটি?
উত্তরঃ হকি (Hockey)।

১১) প্রশ্নঃ ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ ১৯১৩ সালে পরিচালক দাদাসাহেব ফালকে হাত ধরে যাত্রা শুরু করে বলিউড। তার পরিচালিত প্রথম ছবিটি ছিল ‘রাজা হরিশচন্দ্র’ (Raja Harishchandra)।

Image

১২) প্রশ্নঃ পরিবেশের প্রতিরক্ষামূলক ঢাল কাকে বলা হয়?
উত্তরঃ ওজন স্তরকে।

১৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি ‘ভারতের শস্যভাণ্ডার’ হিসেবেও পরিচিত?
উত্তরঃ পাঞ্জাব (Punjab)।

১৪) প্রশ্নঃ জনপ্রিয় সোশ্যাল অ্যাপ ইন্সটাগ্রাম (Instagram) কবে পথ চলা শুরু করে?
উত্তরঃ ২১শে মার্চ, ২০১০ সাল।

১৫) প্রশ্নঃ জানেন ভারত কোন দেশটির সম্পর্কে ‘দাদু’ হয়?
উত্তরঃ ১৯৪৭ সালে ভারত থেকে বিভক্ত হয়ে পাকিস্তান নামে একটি নতুন দেশের জন্ম হয়। এরপর ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ গঠিত হয়। সেই হিসেবে ভারত পাকিস্তানের (Pakistan) পিতা, আর বাংলাদেশের (Bangladesh) পিতামহ।