ইন্টারভিউ প্রশ্ন: মেয়েরা ছেলেদেরটা খায় আর ছেলেরা মেয়েদেরটা খায়, বলুনতো সেটা কী?

কী এমন জিনিস ছেলে ও মেয়ে দুজন দুজনেরটা খায়?

Interview Questions: ইন্টারভিউয়ের প্রশ্নগুলি সবসময় খবরের শিরোনামে থাকে। এখানে পাঠ্য বিষয়ের পাশাপাশি এমন কিছু অদ্ভুত প্রশ্ন করা হয় যা শুনে অনেকের মাথা ঘুরপাক খায়। তবে প্রশ্নগুলি শুনে কঠিন মনে হলেও জলের মতো সহজ। এর জন্য ঠান্ডা মাথায় চিন্তা করলেই প্রশ্নের উত্তর সহজেই বেরিয়ে আসবে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে যা এবার উত্তর সহ দেখে নেওয়া যাক…

১) প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কুখ্যাত জেনারেলকে কে গুলি করে হত্যা করেছিলেন?
উত্তর: উধম সিং। প্রায় ২০ বছর পর এই বদলা নিয়েছিলেন ছদ্মবেশে ইংল্যান্ড গিয়ে।

২) প্রশ্ন: ‘পুতুল নাচের ইতিকথা’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়।

৩) প্রশ্ন: বৈদ্যুতিক বাতির মধ্যে কোন গ্যাসটি নিষ্ক্রিয় থাকে?
উত্তর: আর্গন (argon)।

৪) প্রশ্ন: শীতকালে রঙিন পোশাক পরা উচিত কেন?
উত্তর: রঙিন পোশাক তাপশোষক বলে।

৫) প্রশ্ন: আমাদের মাথার ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ?
উত্তর: কান।

৬) প্রশ্ন: বাতাসে কোন গ্যাস জ্বললে নীল শিখা দেখা যায়?
উত্তর: নাইট্রোজেন (nitrogen)।

৭) প্রশ্ন: কম্পিউটার, মোবাইল বস্তুজাত বর্জ্য কে কি বলা হয়?
উত্তর: ই-ওয়েস্টেজ (e-wastage)।

৮) প্রশ্ন: কাঁচা ফল বা সব্জি পাকানোর জন্য সাহায্য করে কোন গ্যাস?
উত্তর: ইথিলিন।

Image

৯) প্রশ্ন: লুজুং (Lujung) কোন রাজ্যের উৎসব?
উত্তর: অরুণাচল প্রদেশ।

১০) প্রশ্ন: মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি লাভবান হন কারা?
উত্তর: ঋণগ্রহীতারা।

১১) প্রশ্ন: কোন গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকেনা?
উত্তর: রক্তের AB গ্রুপ।

১২) প্রশ্ন: পাখির মাধ্যমে ফুলে পরাগযোগ ঘটলে তাকে কী বলা হয়?
উত্তর: অরনিথোফিলি (ornithophily)।

১৩) প্রশ্ন: চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তর: প্রথম স্থান।

১৪) প্রশ্ন: ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখাটির নাম কী?
উত্তর: ম্যাকমোহন লাইন (McMahon Line)।

১৫) প্রশ্ন: মেয়েরা ছেলেদেরটা খায় আর ছেলেরা মেয়েদেরটা খায়, বলুনতো সেটা কী?
উত্তর: লুডু খেলার গুটি বা হাতের রান্না। (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)