শাহরুখ নয়, প্রথমে জিতেন্দ্রর সাথে বিয়ে হয়েছিল গৌরীর, তার পরিচয় জানলে অবাক হবেন

শাহরুখ গৌরীর বিয়ে নিয়ে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য

বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shahrukh Khan) তাঁর অভিনয়ের পাশাপাশি নম্র ব্যবহার এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য পরিচিত। এই সকল কারনেই তিনি দেশের গন্ডি পেরিয়ে, বিশ্বের কোটি কোটি ভক্তের প্রিয় হয়ে উঠেছেন।

শাহরুখ খান প্রায় ৩২ বছর ধরে গৌরী খানের সঙ্গে সুখে সংসারকরছেন। ১৯৯১ সালে শাহরুখ এবং গৌরী গাঁটছড়া বাঁধেন। তারা তাদের সম্পর্কের নানা চড়াই-উতরাই থেকে শুরু করে ছোটখাটো বহু মুহূর্ত একাধিকবার তুলে ধরেছেন মিডিয়ার সামনে।

ইন্ডাস্ট্রির সকলেই তাদের লড়াই সম্পর্কে অবগত। একটি বিষয় জানলে অবাক হবেন, প্রথমে নাকি জিতেন্দ্রর সঙ্গে ঘর বেঁধেছিলেন কিং খান পত্নী? কেমন করে। একটি ব্যাপার প্রায় সকলেরই জানা তাহল, শাহরুখ খান এবং গৌরির বিয়ের সময় ধর্মীয় পার্থক্যের কারণে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল।

কিন্তু, একে অপরের পাশে থাকার কারনে তাদের উভয়ের পরিবার এই বিয়েতে রাজি হয়েছিল। গৌরী খান একবার ‘ফার্স্ট লেডিস’ শোতে বলেছিলেন যে তাঁর মা কঠোরভাবে এই বিয়ের বিরুদ্ধে ছিলেন। জানলে অবাক হবেন যে দু’জনেই তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন নাম বেছে নিয়েছিলেন।

Image

যেমন, শাহরুখ খান তাঁর হিন্দু বিবাহের জন্য জিতেন্দ্র কুমার তুল্লি। এই নামটি আসলে ছিল তাঁর ঠাকুমার পছন্দের, যিনি বলতেন যে শাহরুখকে দেখতে প্রবীণ অভিনেতা রাজেন্দ্র কুমারের মতো। অন্যদিকে, গৌরীও তাঁর নিকাহ অনুষ্ঠানের জন্য ‘আয়েশা’ নামটি চয়েস করেন।

এ বিষয়ে একবার গৌরী বলেন, ‘তখন আমাদের বিয়ের নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে শাহরুখ বাবা-মাকে বোকা বানানোর জন্য নাম পরিবর্তন করে সেই সময় অভিনব কিছু করতে চেয়েছিলেন। যাতে আমার বাবা-মা মনে করে সে একজন হিন্দু। কিন্তু, এটা সত্যিই বোকা এবং খুবই শিশুসুলভ চিন্তাভাবনা ছিল।’