GK কুইজ : ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী রয়েছে জানেন?

দুটি রাজধানী রয়েছে ভারতের কোন রাজ্যের?

General Knowledge Quiz: আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে নিয়মিত সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো মনোযোগ সহকারে পড়া উচিত। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্নই বেশি করা হয়। এমনকি এর মাধ্যমে নলেজ বাড়ানো সম্ভব। এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ বলুন তো দুটি রাজধানী রয়েছে ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ এই প্রশ্নের উত্তরটি শেষে দেওয়া হল!

২) প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?
উত্তরঃ ভাগীরথী।

৩) প্রশ্নঃ কোন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেন?
উত্তরঃ সুরেশ রায়না (২০১০ সালে)।

৪) প্রশ্নঃ কোন রাজ্য ১৫ বছরের পুরনো গাড়ি চালানো নিষিদ্ধ করেছে?
উত্তরঃ বিহার।

৫) প্রশ্নঃ ইতিহাসের জনক কাকে বলা হয়?
উত্তরঃ হেরোডোটাস কে।

৬) প্রশ্নঃ ভারতের সবশেষে কোন ইউরোপীয় কোম্পানি বাণিজ্য করতে আসে?
উত্তরঃ ফরাসিরা (১৬৬৪ সাল)।

৭) প্রশ্নঃ ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি?
উত্তরঃ ডুরান্ড লাইন।

৮) প্রশ্নঃ ভারতের কোন নদীকে আদর্শ নদী বলে গণ্য করা হয়?
উত্তরঃ গঙ্গাকে আদর্শ নদী বলা হয়, কারণ এর তিনটি গতিপথই সুস্পষ্ট।

৯) প্রশ্নঃ মীরজাফর কোন রোগে মারা যায়?
উত্তরঃ কুষ্ঠ রোগে।

১০) প্রশ্নঃ ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
উত্তরঃ বিজ্ঞানী টরিশেলি।

১১) প্রশ্নঃ ভারতের বিমান বাহিনী, স্থলবাহিনী এবং নৌ বাহিনীর প্রধান কে?
উত্তরঃ দেশের রাষ্ট্রপতি।

১২) প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে?
উত্তরঃ ৩৫ বছর।

১৩) প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়?
উত্তরঃ হাইড্রোমিটার।

১৪) প্রশ্নঃ গঙ্গা নদী ভারতের কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?
উত্তরঃ ৫টি (উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ)।

১৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী রয়েছে?
উত্তরঃ জম্মু ও কাশ্মীরের দুটি রাজধানী রয়েছে, শ্রীনগর গ্রীষ্মকালীন রাজধানী, এবং জম্মু শীতকালীন রাজধানী।