অঙ্কের ধাঁধা : ৯÷৩(৬x২÷৪) = কত হবে? সঠিক উত্তর দিলেই আপনি জিনিয়াস!

বলুন তো ৯÷৩(৬x২÷৪) এই অঙ্কটির উত্তর কত হবে?

Math Puzzle : আজকাল ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে বিভিন্ন ধরনের ধাঁধার পোস্টগুলি ভাইরাল হচ্ছে। এর মধ্যে সবচেয়ে কঠিন হলো গাণিতিক ধাঁধা। অন্য কোনও ধাঁধার ক্ষেত্রে বিচক্ষণ ও দৃষ্টিশক্তির প্রয়োজন হয়, কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র গাণিতিক দক্ষতার প্রয়োজন হয়ে থাকে।

এই প্রতিবেদনে তেমনি একটি গাণিতিক ধাঁধার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে। অঙ্ক বিষয়টা অনেকের কাছে বড়ই আতঙ্কের মত! ছোটবেলায় তারা অঙ্ক করতে গিয়ে কতই বকাঝকা খেতে হয়েছে। আর এর মাধ্যমে শৈশবের স্মৃতি রোমন্থন করার একটি দুর্দান্ত উপায়। কিন্তু যারা এই বিষয় নিয়ে এগিয়ে গেছেন তাদের ক্ষেত্রে এগুলি সমাধান করা জলভাতের মত।

প্রথমে জানিয়ে দিই, এগুলি আসলে সরলীকরণের অঙ্ক, যা সমাধান করতে সূত্রের প্রয়োগ করতে হয়।
এখানে অঙ্কটি হলো, ৯÷৩(৬x২÷৪)! আপনি সমাধান করতে পারলেই জিনিয়াস বলে প্রমাণিত হবেন। এই সরলীকরণের অঙ্কটি যদি প্রথম পদ্ধতি কাজ না করে, তাহলে বিকল্প পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করুন।

আসলে এর সঠিক নিয়ম জানলে আপনি এর উত্তর দিতে পারবেন। এখন আপনি কি চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত? তাহলে বলুন উত্তর কত হবে… বিশেষজ্ঞদের মতে, গাণিতিক ধাঁধার মাধ্যমে শিশুদের অঙ্কের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলা সম্ভব। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের জন্য গাণিতিক দক্ষতা বৃদ্ধি পায়।

তবে বিশেষ বিষয় হলো যে, নিয়মিতভাবে যেকোনো ধাঁধা সমাধান করলে মস্তিষ্কের কার্যকরিতা উন্নত হয়। এছাড়া এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও। আপনি কি পেরেছেন, গাণিতিক ধাঁধাটি সমাধান করতে? তবে ইতিমধ্যেই যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের অভিনন্দন কিন্তু যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য নিচে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হল।

অঙ্কটি হল, ৯÷৩(৬x২÷৪)
মনে রাখতে হবে, সরল করার সময় – প্রথমে বন্ধনী, এর, ভাগ, গুন, যোগ, বিয়োগ কাজগুলি পরপর হয়ে থাকে।
সুতরাং, ৯÷৩(৬x২÷৪)
= (৯÷৩)(৬x২÷৪)
= ৩x৩
= (সঠিক উত্তর)।