GK : জানেন বিশ্বের কোন দুটি দেশের ম্যাপের আকৃতি একই রকমের?

জানেন একই রকমের মাপের আকৃতি কোন দুটি দেশের?

General Knowledge Quiz : আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর কারোরই অজানা নয়। যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা চাকরির ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অবশ্যই করা হয়। তবে আপনার যদি এই সম্পর্কে বেশি নলেজ না থাকে তাহলে যে কোন ক্ষেত্রেই ব্যর্থ হবেন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ একটা পলিথিন (Polythene) মাটির সাথে মিশে যেতে কত দিন সময় লাগে?
উত্তরঃ প্রায় ৪০০ থেকে ৫০০ বছর।

২) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে সুরক্ষিত দেশ কোনটি?
উত্তরঃ আইসল্যান্ড (Iceland)। এছাড়া দেশটিতে কোন সেনাবাহিনী নেই। সেই হিসেবে একে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবেও বিবেচনা করা হয়।

৩) প্রশ্নঃ শিখদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তরঃ পবিত্র ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব (Granth Sahib)।

৪) প্রশ্নঃ কোন দেশ পরমাণু বোমা সাহায্যে চাঁদকে ধ্বংস করে দিতে চেয়েছিল?
উত্তরঃ আমেরিকা।

৫) প্রশ্নঃ চীনের প্রাচীরের মতো প্রাচীর ভারতের কোন রাজ্যে আছে?
উত্তরঃ রাজস্থানে কুম্ভলগড়ে (Kumbhalgarh) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীরটি অবস্থিত।

৬) প্রশ্নঃ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব (Youtube) কীসের জন্য খোলা হয়েছিল?
উত্তরঃ ডেটিং সাইট হিসেবে ইউটিউব খোলা হয়েছিল।

৭) প্রশ্নঃ এশিয়ার মধ্যে সবথেকে কম বয়সে মেয়েদের বিয়ে হয় কোন দেশে?
উত্তরঃ বাংলাদেশ (Bangladesh)।

৮) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি মুসলিম রয়েছে?
উত্তরঃ ইন্দোনেশিয়ায় (Indonesia) সর্বাধিক সংখ্যায় মুসলিম বসবাস করেন।

৯) প্রশ্নঃ ভারতের সবথেকে দামি চায়ের নাম কী?
উত্তরঃ সিলভার টিপস ইম্পেরিয়াল টি (Silver Tips Imperial Tea), যার ৫০ গ্রামের দাম প্রায় ২ হাজার টাকা।

Image

১০) প্রশ্নঃ জানেন বিশ্বের কোন দুটি দেশের ম্যাপের আকৃতি একই রকমের?
উত্তরঃ নেপাল ও পর্তুগাল (Nepal and Portugal)। আপনি যদি নেপালের পতাকাকে ৯০ ডিগ্রি ঘড়ির কাঁটা অনুযায়ী ঘোরান, তাহলে অনেকটা পর্তুগালের ম্যাপ এর মতই লাগবে।