৫ ভারতীয় খেলোয়াড় যারা খুবই অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, #১নং সবার প্রিয়

ভারতীয় ক্রিকেটপ্রেমীরা খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে উৎসুক হয়ে থাকেন। তারা ক্রিকেটার হলেও একজন সাধারন মানুষ। বেশিরভাগ সময় দেখা গেছে, ক্রিকেটার বা সেলিব্রেটিরা তাদের ক্যারিয়ারের কথা মাথায় রেখে বেশি বয়সে বিয়ে করেন। তা সত্ত্বেও, এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা খুবই অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

☞ এবার সেই পাঁচ খেলোয়াড়ের সম্পর্কে জেনে নেওয়া যাক:

৫) জসপ্রীত বুমরাহ: ২৭ বছর

Wedding video of Jasprit Bumrah-Sanjana Ganesan surfaces online & it is  dreamy to say the least, watch here | Celebrities News – India TV

জসপ্রীত বুমরাহ জাতীয় দলে পা রাখার পর থেকেই ভারতীয় দলের চেহারা বদলে গেছে। তার দুরন্ত বোলিং এর জন্য আজ প্রতিটি ব্যাটসম্যানের মনে ভীত সঞ্চার হয়েছে। সম্প্রতি এই ভারতীয় ফাস্ট বোলার ২৭ বছর বয়সে ক্রীড়া উপস্থাপক সঞ্জনা গণেশনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। 

৪) বীরেন্দ্র শেহবাগ: ২৫ বছর

Aarti Sehwag, wife of cricketer Virender Sehwag, files forgery complaint  against business partners - BusinessToday

টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে দুটি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৯৯৯ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়। শেহবাগ ২০০৪ সালে আরতি আহলাওয়াতকে বিয়ে করেন। বিয়ের সময় তার বয়স ছিল ২৫ বছর। বর্তমানে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।

৩) সৌরভ গাঙ্গুলী: ২৪ বছর

Happy birthday Dada! The illustrious love story of Sourav and Dona Ganguly  - The Statesman

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ১৯৯২ সালে ২০ বছর বয়সে অভিষেক করেছিলেন। এর ৪ বছর পর ১৯৯৬ সালে লর্ডস টেস্টে তাঁর রাজকীয় অভিষেক ঘটে। গাঙ্গুলি ২৪ বছর বয়সে তার শৈশবের বান্ধবী ডোনা রায়কে বিয়ে করেন। বর্তমানে তার একটি মেয়ে (সানা) রয়েছে।

২) শচীন টেন্ডুলকার: ২২ বছর

Sachin Tendulkar Disguised Anjali as Journalist For First Meeting With  Family

‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকর ১৬ বছর বয়সে তার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। তিনি ১৯৯৫ সালে মাত্র ২২ বছর বয়সে অঞ্জলি মেহতাকে বিয়ে করেন। ১৯৯০ সালে বিমানবন্দরে দুজনেরই প্রথম দেখা হয়। অঞ্জলি একজন ডাক্তার ছিলেন তবে শচীনের ক্যারিয়ারের জন্যই তার পেশা ছেড়ে দিয়েছিলেন। তাদের একটি পুত্র (অর্জুন) ও কন্যা (সারা) সন্তান রয়েছে। 

১) কপিল দেব: ২১ বছর

Katrina Kaif brushes up Hindi to play Kapil's wife

প্রাক্তন ভারতীয় কিংবদন্তি কপিল দেব এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব ১৯৮০ সালে রোমি ভাটিয়াকে বিয়ে করেন। বিয়ের সময় কপিল দেবের বয়স ছিল মাত্র ২১ বছর। বিয়ের তিন বছর পরেই তিনি প্রথমবারের মতো দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন। তার স্ত্রী বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি দেখতে ইংল্যান্ডে গিয়েছিলেন।