ভারতের হয়ে বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার এখন পেট চালাতে দিনমজুর করছেন

ভারতবর্ষে ক্রিকেটকে কেবল খেলা নয়, এটিকে ধর্ম হিসেবে দেখা হয়। আর ক্রিকেটারদেরকে ঈশ্বরেরও সমান মর্যাদা দেওয়া হয়। ক্রিকেটীয় পরম্পরা অনুসারে জাতীয় দলে পা রাখতেই খেলোয়াড়দের যশ, খ্যাতি ও অর্থ — কোনও কিছুরই অভাব হয় না। তবে ব্যতিক্রমভাবে কিছু খেলোয়াড় রয়েছেন, যারা দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও দুর্ভাগ্যবশত দারিদ্রতার শিকার হয়েছেন।

Behind the scenes: What goes into the making of an Indian cricketer's social media identity?

আজকের প্রতিবেদনে, এমন এক বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারের কথা বলা হয়েছে যেখানে পেট চালাতে তাকে দিনমজুর করতে হচ্ছে। সম্প্রতি এই খবরটি এএনআই এর তরফে প্রকাশ হয়েছে।

জানিয়ে রাখি, ২০১৮ সালে অন্ধ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। এই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল ৩৮ ওভারে পাকিস্তানের ৩০৭ রানের লক্ষ্য তাড়া করে।

Blind Cricket World Cup: India retain title by defeating Pakistan by two wickets

প্রায় তিন বছর পর ভারতীয় অন্ধ ক্রিকেট দলেরই এক গুরুত্বপূর্ণ সদস্যকে আজ দিনমজুর করতে হচ্ছে। এই অন্ধ ক্রিকেটারের নাম নরেশ তুমদা, গুজরাটের বাসিন্দা। বর্তমানে যার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে তার পরিবারের ভরণপোষণের জন্য তিনি শাকসবজি বিক্রি করছেন। আবার কখনও কখনও শ্রমিক হিসেবেও কাজ করছেন।

Blind Cricket World Cup winner Naresh Tumda forced to do labour work in Gujarat amid pandemic; netizens urge govt to help him
ছবি: ANI

সংবাদ সংস্থা এএনআই-এর সাক্ষাৎকারে নরেশ তুমদা তার বেদনার কথা প্রকাশ করে বলেন, ‘আমি দৈনিক ২৫০ টাকা উপার্জন করি। আমি সরকারকে অনুরোধ করছি যাতে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি, আমি তিনবার মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করেছিলাম কিন্তু কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’

বিশ্বকাপজয়ী অন্ধ ক্রিকেটার নরেশ তুমদার এমন করুন কাহিনী শোনার পর ইতিমধ্যেই কেউ কেউ আওয়াজ তুলতে শুরু করেছেন এবং এটাই আমাদের লক্ষ্য যাতে এই খবরটি দেশের প্রতিটি কোনায় কোনায় পৌঁছায়।