ক্রিকেট ইতিহাসে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন এই ৫ জন ব্যাটসম্যান; তালিকায় দুই ভারতীয়

বর্তমানে ক্রিকেটের চাহিদা তুঙ্গে এবং এই খেলাটি আরও উপভোগ্য হয়ে ওঠে যখন আমদের প্রিয় খেলোয়াড় মাঠে চার-ছক্কার বৃষ্টি নামায়। ক্রিকেটে এমন অনেক ব্যাটসম্যান রয়েছেন যারা আক্রমনাত্মক ব্যাটিং করেছেন। তবে পরপর ছয়টি ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছেন এমন ব্যাটসম্যান খুব কম জনই রয়েছেন। এই প্রতিবেদনে এমন কিছু খেলোয়াড়ের কথা বলা হয়েছে যারা ছয় বলে ছক্কা হাঁকিয়েছেন।

□ গারফিল্ড সোবার্স:

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যানগারফিল্ড সোবার্স প্রথম খেলোয়াড় হিসেবে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে ছিলেন। ১৯৬৮ সালে নটিংহামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ম্যালকম ন্যাসের ওভারে টানা ৫টি ছক্কা হাঁকানোর পর ষষ্ঠ বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়েছিলেন কিন্তু ওই ফিল্ডার বাউন্ডারি লাইন স্পর্শ করেছিলেন যে কারণে সেটিও ছক্কা বলে ঘোষণা হয়। এভাবে তিনি ৬টি ছক্কা হাঁকিয়ে বিশ্বের প্রথম খেলোয়াড় হয়ে ওঠেন।

□ রবি শাস্ত্রী:

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী ১৯৮৫ সালে রঞ্জি ট্রফির সময় ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় খেলোয়াড় হয়েছিলেন। গ্যারি সোবার্সের ১৭ বছর পর এই কৃতিত্ব অর্জন করেন তিনি। রঞ্জি ট্রফিতে রবি শাস্ত্রী মুম্বাইয়ের হয়ে বরদার বিপক্ষে তিলক রাজের ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে ছিলেন।

□ হার্সেল গিবস:

২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান হার্সেল গিবস নেদারল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। হার্সেল গিবস আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কোনও খেলোয়াড় হন যিনি আইসিসির এই বড় টুর্নামেন্টে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ছিলেন। হয়তো সেদিন নেদারল্যান্ডের বোলার ভ্যান ব্যঞ্জও ভাবতে পারেননি তার সাথে কি হতে চলেছে।

□ যুবরাজ সিং:

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট আরও একবার ছয় ছক্কা হাঁকানোর সোনালী মুহূর্তের সাক্ষী থাকে। সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডের ওভার টানা ৬টি ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ড শিবিরে আলোড়ন সৃষ্টি করেছিলেন। শুধু তাই নয় এই ইনিংসে যুবরাজ সিং মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন, যা আজও কেউ ভাঙতে পারেনি।

□ কায়রন পোলার্ড:

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার কায়রন পোলার্ড। ২০২১ সালে শ্রীলঙ্কা দলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে আকিলা ধনঞ্জয়ার ওভারে পোলার্ড ৬টি ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় খেলোয়াড় হন। জানিয়ে রাখি তার আগের ওভারেই ধনঞ্জয়া হ্যাটট্রিক নিয়েছিলেন কিন্তু পরের ওভারেই সেই খুশি ধরে রাখতে পারেননি তিনি।