ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন যে ৫ জন বোলার

প্রতিটি ক্রিকেটারের কাছে তার অভিষেক ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ তারা এই ম্যাচে ভালো পারফর্ম করতে পারলেই পরবর্তী ম্যাচগুলোর জন্য তিনি নিশ্চিত হয়ে যান। যাইহোক এমন কিছু বোলার রয়েছেন যারা তাদের একদিনের আন্তর্জাতিক অভিষেক ম্যাচে প্রথম বলেই উইকেট পেয়েছিলেন। এই ভাগ্যবান বোলারেরদের তালিকায় একমাত্র ভারতীয় বোলার হিসেবে ভুবনেশ্বর কুমার রয়েছেন। এবার দেখে নেওয়া যাক:

১) ইনজামাম-উল-হক:

ইনজামাম-উল-হক একজন ব্যাটসম্যান হলেও প্রথম বলে উইকেট নিয়ে এই তালিকায় সামিল হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওডিআই ম্যাচে ব্রায়ান লারা ও কার্ল হুপারের বড় রানের পার্টনারশিপ জুটিটি ভেঙে লারাকে আউট করেন। এই ম্যাচে তিনি ৩ ওভারে ২৪ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন।

২) ভুবনেশ্বর কুমার:

টেস্টের মতোই ভুবনেশ্বর কুমারের প্রথম ওডিআই ম্যাচটি স্বপ্নের মতো ছিল। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচের প্রথম বলেই মোহাম্মদ হাফিজকে ক্লিন বোল্ড করেন। এই ম্যাচে তিনি আরও দুটি উইকেট নিয়েছিলেন। যদিও ভারতীয় দল ম্যাচটি হেরে যায়, তবে তিনি তার দুর্দান্ত বোলিংয়ে সকলকে মুগ্ধ করেছিলেন।

৩) স্যার ক্লাইভ লয়েড:

দুবার বিশ্বকাপজয়ী তথা কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ এর অধিনায়ক ক্লাইভ লয়েডও প্রথম আন্তর্জাতিক বলে উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। তিনি একজন দুর্দান্ত অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবেই দলে যুক্ত ছিলেন। খুব কম সংখ্যক ম্যাচে তিনি বল করেছিলেন। পরিসংখ্যানের কথা বললে, ৮৭ ওডিআই ম্যাচে মাত্র ৮টি উইকেট নেন।

৪) কেভিন ও’ব্রায়েন:

আয়ারল্যান্ড এর বিখ্যাত অলরাউন্ডার কেভিন ও’ব্রায়ানও এই তালিকায় রয়েছেন। এই আইরিস মিডিয়াম বোলার ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে প্রথম বলেই আউট করেছিলেন অ্যান্ড্রু স্ট্রসকে। যদিও আয়ারল্যান্ড ম্যাচটি হেরে যায়, কিন্তু তারা ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বদলা নেয়। সেই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কেভিন ও’ব্রায়েন।

৫) কিমো পল:

এই তালিকায় রয়েছেন আরো এক ক্যারিবিয়ান বোলার রয়েছেন কিমো পল। তারও অডিআই অভিষেক ম্যাচটি স্বপ্নের মতো হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম বলেই তিনি জাভেদ আহমেদকে এলবিডব্লিউ করেন। যদিও এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় কিন্তু কিমো পল তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করেছিলেন।