Cricket
অভিষেক ম্যাচের প্রথম বলে উইকেট নিয়েছেন এই পাঁচ বোলার
প্রতিটা বোলারের স্বপ্ন থাকে উইকেট নিয়ে সাফল্য অর্জন করা। তবে এমন কয়েকজন বোলার রয়েছেন যারা তাদের ওডিআই ক্যারিয়ারে প্রথম বলেই উইকেট পেয়েছেন। তবে এই তালিকায় একমাত্র ভারতীয় বোলার হিসেবে রয়েছেন ভুবনেশ্বর কুমার।
আজকের প্রতিবেদনে রয়েছে, অভিষেক ম্যাচের প্রথম বলে উইকেট নিয়েছেন যে পাঁচ বোলার! চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক-
১) ইনজামাম-উল-হক:
ইনজামাম-উল-হক একজন ব্যাটসম্যান হলেও প্রথম বলে উইকেট নিয়ে এই তালিকায় সামিল হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ওডিআই ম্যাচে ব্রায়ান লারা এবং কার্ল হুপারের বড় রানের পার্টনারশিপ জুটিটি ভেঙে দিয়ে লারাকে আউট করেন। এই ম্যাচে ৩ ওভার বল করে ১টি উইকেট নিয়ে ২৪ রান দিয়েছিলেন।
২) ভুবনেশ্বর কুমার:
টেস্টের মতোই ভুবনেশ্বর কুমারের প্রথম ওডিআই ম্যাচটি স্বপ্নের মতো ছিল। পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ম্যাচের প্রথম বলেই মোহাম্মদ হাফিজকে ক্লিন বোল্ড করে আউট করেন তিনি। এই ম্যাচে তিনি আরও দুটি উইকেট পেয়েছিলেন। যদিও ভারতীয় দল ম্যাচটি হেরে যায়, কিন্তু বোলিং ডিপার্টমেন্টে সকলের মন জয় করেছিলেন ভুবি।
৩) স্যার ক্লাইভ লয়েড:
দুবার বিশ্বকাপজয়ী তথা কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ এর অধিনায়ক ক্লাইভ লয়েডও প্রথম আন্তর্জাতিক বলে উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি একজন দুর্দান্ত অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবেই দলে যুক্ত ছিলেন। খুব কম সংখ্যক ম্যাচে তিনি বল করেন। পরিসংখ্যানের কথা বললে, তিনি ৮৭ ওডিআই ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন।
৪) কেভিন ও’ব্রায়েন:
আয়ারল্যান্ড এর বিখ্যাত অলরাউন্ডার কেভিন ও’ব্রায়ানও এই তালিকায় রয়েছেন। এই আইরিস মিডিয়াম বোলার ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে প্রথম বলেই আউট করেছিলেন অ্যান্ড্রু স্ট্রসকে। যদিও আয়ারল্যান্ড ম্যাচটি হেরে যায়, কিন্তু তারা ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বদলা নেয়। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কেভিন ও’ব্রায়েন।
৫) কিমো পল:
এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজের আরো এক বোলার রয়েছেন কিমো পল। তারও অডিআই অভিষেক ম্যাচটি স্বপ্নের মতো হয়েছিল। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম বলেই তিনি জাভেদ আহমেদকে এলবিডব্লিউ করেন। যদিও এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় কিন্তু কিমো পল সকলের মন জয় করেন তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে।
