৪ ভারতীয় ক্রিকেটার যারা গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন

ক্রিকেট একটি পরিসংখ্যানের খেলা এবং প্রতিটি বিষয়কে খুবই গুরুত্ব দেওয়া হয়। তবে ক্রিকেট খেলায় এমন কতগুলি রেকর্ড তৈরি হয়েছে, হয়ত কারোর পক্ষেই আর ভাঙ্গা সম্ভব নয়। সেই পরিপ্রেক্ষিতে কিছু রেকর্ড গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। তেমনই কিছু ভারতীয় ক্রিকেটারও এই কৃতিত্ব অর্জন করেছেন। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক:

৪) বিরাগ মারে:

একটানা দীর্ঘক্ষণ ব্যাটিং করায় গিনিস বুকে নাম লিখিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাগ মারে। এক সময় তিনি রাস্তার ধারে ফুটপাতে ফাস্টফুড বিক্রি করে সংসারের হাল ধরেছিলেন। এরপর ২০১৫ সালে বিরাগ মারে টানা ৩ দিন ও ২ রাত ব্যাট করায় গিনিস বুকে স্থান পায়। এই সময় তিনি ২,৪৪৭ ওভার (১৪,৬৮২ বল) ব্যাটিং করেন, যা সময় লেগেছিল ৫০ ঘন্টা ৫ মিনিট ৫১ সেকেন্ড!

৩) রঞ্জিত সিংহ:

১৯৫০ সালে ভারতের স্বাধীনতার পর বোম্বের প্রথম গভর্নর রঞ্জিত সিংহ, প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে অভিষেক করায় রেকর্ড করেছিলেন। এই সময় তার বয়স ছিল ৭২ বছর ১৯২ দিন। ৯ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৪ রানে আউট হন জিম লেকারের বলে। এটিই তাকে প্রথম ও শেষ বার ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল।

২) শচীন টেন্ডুলকার:

ক্রিকেট বিশ্বে এমন কোনো রেকর্ড নেই যা শচীন টেন্ডুলকার ভাঙেননি। ক্রিকেট থেকে অবসরের পরেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। তবে তার মহত্ব শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই সীমাবদ্ধ নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। শচীন টেন্ডুলকার বিশ্বকাপে ৫৬.৯৫ গড়ে ২২৭৮ রান করেছেন। আইসিসির সবচেয়ে বড় ইভেন্টে কোনও ক্রিকেটার আর এত বেশি রান করেননি।

১) মহেন্দ্র সিং ধোনি:

বিশ্বের সবচেয়ে দামি ব্যাটের রেকর্ডটি রয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে। ২০১১ বিশ্বকাপের ফাইনালে তিনি যে ব্যাটটি ব্যবহার করেছিলেন এবং একটি বিশাল ছক্কা হাঁকিয়ে ভারতীয় দলকে শিরোপা জেতান, সেটি লন্ডনে নিলামে ওঠে। এই ব্যাটটি আরকে গ্লোবাল শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড কোম্পানি ৮৩ লক্ষ টাকার বিনিময়ে কিনে নেয়।