ইন্টারভিউ প্রশ্ন: পৃথিবীর কোন দেশের জনসংখ্যা ৩৫ শতাংশই ভারতীয়? ৯০% উত্তর দিতে ফেল!

Interview Questions: বিশ্বের প্রতিটি দেশে, প্রতিটি কোনায় ভারতীয়রা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। কেউ কাজে সূত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে অনেক ভারতীয় বিদেশে রয়েছেন। তবে এরই মধ্যে এমনই একটি দেশ রয়েছে, যেখানে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষই ভারতীয়। ইন্টারভিউ গুলিতে প্রায় এই ধরনের প্রশ্ন করা হয় যেখানে অধিকাংশ প্রার্থী উত্তর দিতে ব্যর্থ হন। এই প্রতিবেদনে তেমন কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক…

১) প্রশ্ন: কোন দেশের জাতীয় সঙ্গীতে কোন শব্দ ব্যবহৃত হয় না?
উত্তর: স্পেন দেশের জাতীয় সঙ্গীতে কোন শব্দ নেই, শুধু মিউজিক রয়েছে।

২) প্রশ্ন: কোন দেশের নামে মহাসাগর রয়েছে?
উত্তর: ভারত (ভারত মহাসাগর)।

৩) প্রশ্ন: বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি?
উত্তর: বর্তমান সময়ে ধনী দেশটি হল লুক্সেমবার্গ। যার মাথাপিছু জিডিপি এর পরিমান হলো প্রায় ১৪১,৫৯০ ডলার।

৪) প্রশ্ন: পাকিস্তানের পাসপোর্টে কোন দেশে যাওয়া নিষিদ্ধ লেখা আছে?
উত্তর: ইসরায়েল।

৫) প্রশ্ন: বিশ্বের কোন দেশটিতে মুসলিম থাকা সত্ত্বেও একটি ও মসজিদ নেই?
উত্তর: স্লোভাকিয়া। 

৬) প্রশ্ন: বিশ্বের কোন দেশটিতে মোট ১১টি স্থানীয় সময় রয়েছে?
উত্তর: রাশিয়া। এই দেশটি এতটাই বড় যে এখানে একদিকে সূর্য উদয় হয় আর অন্যপ্রান্তে সূর্য অস্ত যায়।

৭) প্রশ্ন: বিশ্বের কোন দেশের সবচেয়ে বড় হিন্দু মন্দির রয়েছে?
উত্তর: কম্বোডিয়ায়, আঙ্কোরভাট মন্দির।

Image

৮) প্রশ্ন: আটকামা মরুভূমিটি কোন দেশে অবস্থিত?
উত্তর: উত্তর চিলিতে অবস্থিত আটকামা, এটি একটি শীতল, শুষ্ক, বৃষ্টিবিহীন মরুভূমি অঞ্চল।

৯) প্রশ্ন: বিশ্বের কোন দেশে সবথেকে বেশি ক্রাইম হয়?
উত্তর: ভেনেজুয়েলা।

১০) প্রশ্ন: বিশ্বের সবচেয়ে কথিত ভাষা মান্দারিন কোন দেশের ভাষা?
উত্তর: মান্দারিন চীনের সরকারী রাষ্ট্রভাষা। এছাড়াও সিঙ্গাপুর এবং তাইওয়ানে ব্যাপকভাবে কথা বলা হয়।

১১) প্রশ্ন: ২০২৬ বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজিত হবে তিনটি দেশে। এই প্রথমবার ফিফার বিশ্বকাপ ভেন্যু হতে যাচ্ছে একইসঙ্গে তিনটি দেশ — যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

১২) প্রশ্ন: ভারত ছাড়াও ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে কোন দেশগুলি?
উত্তর: দক্ষিণ কোরিয়া, বাইরাইন, লিকটেনস্টাইন, কঙ্গো।

১৩) প্রশ্ন: বিশ্বের কোন দেশটিতে সাপ নেই?
উত্তর: আয়ারল্যান্ড।

১৪) প্রশ্ন: বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর: ফিনল্যান্ড (২০২৩ সাল)।

Image

১৫) প্রশ্ন: পৃথিবীর কোন দেশের জনসংখ্যা ৩৫ শতাংশই ভারতীয়?
উত্তর: ত্রিনিদাদ ও টোবাগো এমন একটি দেশ যেখানে মোট জনসংখ্যার ৩৫ শতাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভুত হয়ে থাকে।