আসল নাম পছন্দ হয়নি, তাই সুপারস্টার হতে নিজের নাম বদলে ফেলেছেন এই ৫ তারকা

Bengali actor: বলিউডের পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিতেও প্রায়শই অভিনেতারা তাদের আসল নাম পরিবর্তন করেসিনেমা জগতে পা দিয়েছেন। এর কারন হল তারা যাতে তাদের বিশেষ নামে জনপ্রিয় হতে পারে এবং সেই নাম যেন সহজেই দর্শকের মনে দাগ কাটতে পারবে। এই প্রতিবেদনে এমন কিছু সুপারস্টারদের নাম দেওয়া হল যারা ইন্ডাস্ট্রি আসার আগেই নিজের নাম পরিবর্তন করেছেন।

বনি সেনগুপ্ত: হলেন বাংলা ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা-পরিচালক সুখেন দাসের নাতি। পরিচালক রাজ চক্রবর্তীর ‘বরবাদ’ ছবির মধ্য দিয়েই অভিষেক ঘটে তার। তার আফিসিয়াল নাম হল ‘অনুপ্রিয়’।

দেব: সুপারস্টার দেব বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তের প্রথম সারির অভিনেতাদের মধ্য একজন, যিনি দুই দশক ধরে বাংলা সিনেমাকে কাঁপাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত। আসলে দেবের অরজিনাল নাম দীপক অধিকারী।

জিৎ: বর্তমানে যদি বাংলা ইন্ডাস্ট্রির সেরা সুপারস্টারদের মধ্য তিনি একজন। টলিউভের পাশাপাশি বলিউডেও তার সাম্প্রতিক কালের সিনেমা ‘চেঙ্গিজ’ (chengiz) তুমুল সাফল্য অর্জন করেছে। নায়ক জিৎ-এর তার আসল নাম হল জিতেন্দ্র মদনানী।

যিশু সেনগুপ্ত: সাম্প্রতিককালে হিন্দির পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন সিনেমাতে অভিনয় করতে দেখা যাচ্ছে যিশুকে। যদিও তার এই সাফল্য ‘মণিকর্ণিকা’ বলিউডের এই সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে এসেছে।এছাড়াও তাকে বাংলার বিভিন্ন শো-তে সঞ্চালক হিসেবে দেখা গেছে। তারও আসল নাম যিশু নয়, বিশ্বরূপ সেনগুপ্ত।

কোয়েল মল্লিক: টলিউভের প্রবীন অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা। ২০০৩ সাল নাগাদ ‘নাটের গুরু’ ছবিতে সুপারস্টার জিৎ-এর বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এরপর তাকে ‘বন্ধন’, ‘পাগলু’ র মত জনপ্রিয় ছবিতে দেখা গেছে। তিনিও সিনেমার পর্দায় পা রাখার আগে নিজের নাম পরিবর্তন করেন। কোয়েলের আসল নাম ‘রুক্মিণী মল্লিক’।