৩ খেলোয়াড় যারা T-20 বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর কারণে

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ভারতীয় দলে মেন্টর হিসেবে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও দীর্ঘদিন পর দলে ফিরেছেন। তবে ধাওয়ান, চাহালের মতো তারকারা দলে জায়গা করতে ব্যর্থ হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দলের বেশ কয়েকজন বড় খেলোয়াড়কে বাদ দেওয়ার জন্য বিসিসিআই ব্যাপকভাবে সমালোচিত। আজকের প্রতিবেদনে এমন তিনজন খেলোয়াড়ের কথা বলা হয়েছে যাদের নির্বাচনের পিছনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর হাত থাকতে পারে।

১) হার্দিক পান্ডিয়া:

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দীর্ঘদিন ধরে খারাপ ফর্মে রয়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হার্দিক পান্ডিয়া খুবই বাজে পারফরম্যান্স করেন। এছাড়া খুব বেশি তাকে বোলিংও করতে দেখা যায়নি। কার্যত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নির্বাচিত হওয়ার আগে ভাবা হয়েছিল টিম ম্যানেজমেন্ট তাঁর খারাপ ফর্মের কথা মাথায় রেখে শার্দুল ঠাকুরকে সুযোগ দিতে পারে।

Hardik Pandya was the biggest disappointment of the ODI series against Sri  Lanka' | Daily India Sports

শার্দুল ঠাকুর বেশ কিছুদিন ধরে ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছেন। কিন্তু দল ঘোষণার সময় হার্দিকের নাম নির্বাচিত হয়। অন্যদিকে স্ট্যান্ড-বাই খেলোয়াড়দের তালিকায় থাকে শার্দুল ঠাকুরের নাম। 

২) অক্ষর প্যাটেল:

বাঁহাতি অফ-স্পিনার অক্ষর প্যাটেল টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে। তিনি এখনও পর্যন্ত মোট ১২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন ও তার ঝুলিতে রয়েছে মাত্র ৯ টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজে ভারতের হয়ে তার শেষ ম্যাচ খেলেন, যেখানে তাকে একটি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়েছিল।  

Axar Patel to replace Shahbaz Nadeem in Indian team for second Test, Ashwin  fit to play: Report

এদিকে চাহাল ও কুলদীপের মতো দুর্দান্ত স্পিনারদের থাকা সত্ত্বেও অক্ষরকে দলে জায়গা দেওয়া নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দুই অভিজ্ঞ স্পিন বোলারের মধ্যে অক্ষর প্যাটেলকে ভারতীয় দল কীভাবে ব্যবহার করবে, সেটাই এখন দেখার বিষয়।

৩) বরুণ চক্রবর্তী:

ভারতীয় দলে মিস্ট্রিয়াস অফ-স্পিনার বরুণ চক্রবর্তীকে নির্বাচিত করা নিয়েও অনেকে বিস্মিত হয়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বরুণের পারফরম্যান্স হতাশাজনক ছিল। সিরিজের ৩ ম্যাচে বরুণ মাত্র ২ উইকেট নিয়েছেন। যদিও তিনি আইপিএলে পারফরম্যান্স এর কারণেই ভারতীয় দলে নির্বাচিত হন। 

IPL 2021: Varun Chakravarthy Coronavirus Postive said that he is not fully  recovered from COVID-19, Kolkata Knight Riders, KKR | How is the health of  Varun Chakravarthy found in Corona Postive in

তবে চোটের কারণে তাকে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞ স্পিন বোলারদের ছেড়ে তরুণ বোলারদের নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত দলের উপর ভারী হতে পারে।