৩ ভারতীয় ক্রিকেটার যারা অন্য দেশের হয়ে খেলার সুযোগ পেলেও অফার ফিরিয়ে দিয়েছেন

অন্য দলের হয়ে খেলার অফার পেয়েও ফিরিয়ে দিয়েছেন যে ৩ ভারতীয় ক্রিকেটার

Indian Cricketers : ভারতের বুকে এমন কিছু ক্রিকেটযোদ্ধা জন্মেছেন যারা শুধু এদেশেই নয়, বিদেশেও বিখ্যাত। প্রতিটি তরুণ ক্রিকেটার দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে, তবে এই বিশাল জনসংখ্যার দেশে একাদশে সুযোগ পাওয়া মোটেই সহজ নয়। আর ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সেই সকল খেলোয়াড়দেরই তুলে আনেন, যারা যেকোনো পরিস্থিতিতে লড়াই করতে জানে।

এও দেখা গেছে অনেক তরুণ ভারতীয় ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেয়ে, দেশ ছেড়েছেন এবং বিদেশি দলের হয়ে খেলছেন। তবে জাতীয় দল থেকে বাদ পড়ায় কিছু খেলোয়াড়কে অন্য দেশের হয়ে খেলার সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এবার বিস্তারিত দেখে নেওয়া যাক।

১) সঞ্জু স্যামসন (Sanju Samson): ভারতের অবহেলিত খেলোয়াড়দের তালিকায় অবশ্যই সঞ্জু স্যামসন থাকবেন। ঘরোয়া ক্রিকেট বা আইপিএলে দুর্দান্ত পারফর্ম করলেও দলীয় কর্মকর্তাদের মন জয় করতে পারেননি। একবার আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে সঞ্জুকে তাদের দেশের হয়ে খেলার অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নাকচ করে দেন এবং বলেন, তিনি ভারত ছাড়া অন্য কোনো দেশের হয়ে খেলবেন না।

২) ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar): ভুবনেশ্বর কুমার বিগত কয়েক বছরে ভালো পারফর্ম করতে ব্যর্থ হন এবং দল থেকে বাদ পড়েন। তবে একবার নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছিলেন, ভুবনেশ্বর যদি বিশ্বকাপে সুযোগ না পান, তাহলে সে নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারেন। এর জবাবে ভুবনেশ্বর বলেছিলেন, তিনি ভারতীয় দলে জায়গা না পেলেও, কখনো ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না।

৩) আম্বাতি রাইডু (Ambati Rayudu): দুর্দান্ত ফর্মে থাকা আম্বাতি রাইডুকে ২০১৯ বিশ্বকাপে জাতীয় দলে জায়গা না দেওয়ায় তিনি অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন। এইসময় সঞ্জুর মতো তাকেও আয়ারল্যান্ড দেশের ক্রিকেট বোর্ডের তরফে খেলার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।