ভারতের কোন জায়গাগুলি ভারতীয়দের জন্য নিষিদ্ধ, কিন্তু বিদেশীরা অবাধে ঘুরে বেড়াতে পারে

ভারতীয়দের কোন কোন জায়গায় যাওয়া নিষিদ্ধ, যেখানে বিদেশীরা অবাধে মেলামেশা করে

ব্রিটিশদের ২০০ বছর অত্যাচারে যখন ভারতবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন সর্বস্ব আন্দোলন চলছিল এবং এরপর ভারত স্বাধীন হয়ে প্রতিটি মানুষ দীর্ঘনিঃশ্বাস ফেলে এবং যেখানে খুশি বসবাস ও ঘুরে বেড়ানোর সুযোগ পায়। কিন্তু এই প্রতিবেদনে এমন কিছু আমাদের দেশে জায়গা রয়েছে যেখানে ভারতীয়দের জন্য নিষিদ্ধ অথচ বিদেশীরা সেখানে অবাধে ঘুরে বেড়ায় ও মেলামেশা করে। এবার দেখে নেওয়া যাক….

চেন্নাইয়ের রেড ললিপপ হোটেল : চেন্নাইয়ের এই হোটেলটিতে ভারতীয়দের জন্য কঠোর নীতি প্রয়োগ করা হয়েছে। বলা হয়েছে, এই হোটেলে শুধুমাত্র বিদেশি পাসপোর্টধারীরাই এখানে বসবাস করতে পারেন। এছাড়া সেই সকল ভারতীয়রা ও এখানে আসতে পারেন যাদের কাছে বিদেশি পাসপোর্ট রয়েছে।

Image

কুন্দনকুলাম রাশিয়ান কলোনি : তামিলনাড়ুতে নির্মিত কুন্দনকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে যুক্ত লোকেরাই কেবল কুন্দনকুলাম রাশিয়ান কলোনি তে বসবাস করতে পারে। এখানে বাড়ি, ক্লাব, হোটেলের মতো অনেক সুযোগ-সুবিধা রয়েছে। এখানে কোন ভারতীয়দের প্রবেশ করতে দেওয়া হয় না।

আহমেদাবাদ সাকুরা রিওয়াকন রেঁস্তোরা : আমেদাবাদের এই বিশেষ রেস্তোরাঁয় শুধুমাত্র জাপানিদেরই পরিবেশন করা হয়। এই রেস্তোরাঁটির মালিক একজন ভারতীয় হলেও জানা গেছে যে একবার কিছু ভারতীয় যুবক এখানে এসে একজন বিদেশি মহিলাকে উত্যক্ত করেছিল। সেই থেকে এখানে ভারতীয়দের আসা নিষিদ্ধ করা হয়েছে।

Image

বেঙ্গালুরু ইউনো-ইন হোটেল : বেঙ্গালুরুতে নির্মিত এই হোটেলটিও ভারতীয়দের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এখানে শুধুমাত্র জাপানিদের পরিষেবা দেওয়া হয়।

Image

ফ্রি কাসোল ক্যাফে : হিমাচল প্রদেশে কাসোল নামক একটি গ্রাম রয়েছে, যেখানে ভারতীয় নাগরিকদের জন্য ফ্রি কাসোল ক্যাফে প্রবেশের অনুমতি দেয়া হয় না। জানা যায়, একবার কিছু ভারতীয় এই ক্যাফেতে তোলপাড় সৃষ্টি করেছিল এবং বিদেশি মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। সেই থেকে এখানে ভারতীয়দের প্রবেশ নিষেধ।

চেন্নাইয়ের ব্রডল্যান্ডস হোটেল : চেন্নাইয়ে নির্মিত এই হোটেলটিতে শুধুমাত্র বিদেশ পাসপোর্টধারীরাই বুক করতে পারবেন। এই হোটেলের একটি বুকিং সাইট রয়েছে, যেখানে অনলাইন রিজার্ভেশন এর পরেও কোনো ভারতীয়দের থাকতে দেওয়া হয় না।

Image

গোয়ার বিদেশি সমুদ্র সৈকত : গোয়াতে বেশ কিছু সমুদ্র সৈকত রয়েছে, যেখানে শুধুমাত্র বিদেশীরাই অবাধে ঘোরাফেরা করতে পারেন। এখানে বিদেশিরা যুবতীরা বিকিনি পড়ে ঘুরে বেড়ায়, আবার কোথাও নগ্ন হয়েও। ভারতীয়দের এই ধরনের জায়গায় প্রবেশের অনুমতি দেয়া হয় না কারণ তারা এখনো এই ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত নয়।